কোভিডের কঠিন পরিস্থিতিতে সুস্মিতা সেনের পোস্টে অনুপ্রেরণার বার্তা
অভিনেত্রী সুস্মিতা সেনও তাঁর কাজটি করে চলেছেন। একজন ডাক্তারের আর্জির খবর পেতে মুম্বই থেকে দিল্লির এক হাসপাতালে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার।
গোটা দেশ এক বিরাট যুদ্ধের মধ্যে দিয়ে চলছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই বিরাট যুদ্ধে সামিল হচ্ছেন আমজনতা থেকে বলি-টলি সলেব। যে যেমনভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন যাবতীয় স্বাস্থ্য বিষয়ক তথ্য।
অভিনেত্রী সুস্মিতা সেনও তাঁর কাজটি করে চলেছেন। একজন ডাক্তারের আর্জির খবর পেতে মুম্বই থেকে দিল্লির এক হাসপাতালে পৌঁছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার।
আরও পড়ুন হঠাৎ কেন সবাইকে বেশি ভাবতে বারণ করছেন শিল্পা শেট্টি!
আজ তিনি তাঁর ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে জানালেন কীভাবে ‘প্রতিটি মুহূর্তে মানুষের চেতনা বিরাজ করে। সুস্মিতা একটি মিষ্টি নোট শেয়ার করে লেখেন, ‘আমার হৃদয় এমন সব মানুষের কাছে পৌঁছে যায় যাঁরা শুধুমাত্র নিঃশ্বাসের জন্য লড়াই করছেন…প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন…জীবিকা নির্বাহের লড়াই চালাচ্ছেন…দৈনিক মজুরি শ্রমিকদের দুর্দশা… আমাদের সমস্ত কোভিড যোদ্ধা, মেডিকেল-স্বেচ্ছাসেবীরা যাঁরা নিরলসভাবে অসহায়তার বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তবুও, মানব চেতনা প্রতিটি মুহূর্তে বিরাজ করে চলেছে!” লিখেছেন সুস্মিতা।
View this post on Instagram
তিনি আরও লেখেন, ‘আসুন আমরা একে অপরকে দোষারোপের খেলায় এক মুহুর্ত অপচয় না করে, একটি জীবন বাঁচানোর জন্য সময় খরচ করি। আমরা যতটা করতে পারি তার আরও ভাল ব্যবহার করে যেতে পারি। প্রতিটি জীবন মূল্যবান, এটাতে আমার বুঝতে হবে এবং মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হবে’।
View this post on Instagram