জয়া বচ্চনের জন্যই নায়ক হয়েছিলেন তাপস! ভাইরাল নায়কের ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 23, 2024 | 6:23 PM

Tapas-Jaya: এখনও তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি হলেন অভিনেতা তাপস পাল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিন্তু মৃত্যুর পরেও তাঁকে নিয়ে আলোচনা শেষ হয়নি। সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে নায়কের বহু দিনের একটি সাক্ষাত্‍কার।

জয়া বচ্চনের জন্যই নায়ক হয়েছিলেন তাপস! ভাইরাল নায়কের ভিডিয়ো

Follow Us

এখনও তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি হলেন অভিনেতা তাপস পাল। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিন্তু মৃত্যুর পরেও তাঁকে নিয়ে আলোচনা শেষ হয়নি। সম্প্রতি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে নায়কের বহু দিনের একটি সাক্ষাত্‍কার। যেখানে সঞ্চালকের আসনে রয়েছেন চৈতালি দাশগুপ্ত।

সেই ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে বহু দিন আগে নেওয়া সেই সাক্ষাত্‍কার। তখন সে ভাবে তাপসের নামের সঙ্গে জড়ায়নি বিতর্ক। বয়সও খানিকটা কম। কথা বলতে বলতে সে দিন তিনি ফিরে যান তাঁর ছোটবেলা। ঠিক কোথা থেকে নায়ক হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন নায়ক? চন্দননগরের গ্রামে বড় হলেও তাঁর জীবনের কিছুটা অংশ কেটেছে দিল্লিতে। সেখানেই ছিল অভিনেতার মাসির বাড়ি। বেশ কিছু ওখানে পড়াশোনা করেছিলেন। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয়েছিল জয়া বচ্চনের দাদুর সঙ্গে।

সাক্ষাত্‍কারে তাপসকে বলতে শোনা যায়, “এখন সবাই জয়াদিদিকে অন্য় ভাবে চেনেন। কিন্তু উনি তো আমার দিদি। দিল্লিতে আমার মাসির বাড়ি যেখানে ছিল তাঁর বিপরীতেই ছিল জয়া বচ্চনের ঠাকুরদার বাড়ি। আমাদের ওখানে একটা খাটাল ছিল। সেখানে আমি আর জয়াদিদির দাদু প্রতিদিন দুধ আনতে যেতাম। তখন অনেকবার জিজ্ঞেস করতাম যে জয়া দিদি কেমন আছেন? পুনে ইনস্টিটিউটে কী ভাবে ভর্তি হলেন। সেই থেকে আমার নায়ক হওয়ার ইচ্ছা।” এখনও অভিনেতার মৃত্যু শোক ভোলেননি তাঁর স্ত্রী নন্দিনী পাল এবং মেয়ে সোহিনী। তাঁদের মনের আবেগও ফুটে ওঠে সমাজমাধ্যমের পাতায়। বার বার তাঁদের লেখায় ফুটে ওঠে যে কতটা মিস করেন তাপসকে তাঁরা।

Next Article