গতবছরের শেষ থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল। টেলি-অভিনেত্রী মধুবনী গোস্বামী মা হতে চলেছেন। দ্বিতীয়বার অন্তঃসত্ত্ব হবার খবর সোশ্যাল মিডিয়ার রাতারাতি ছড়িয়ে পড়েছিল। তাও কেবল একটি মাত্র ছবিকে কেন্দ্র করে। প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার সেই ছবি নিজেই পোস্ট করেছিলেন মধুবনী। বর্তমানে তাঁর একটি দেড় বছরের একটি ছেলেও রয়েছে নাম কেশব। গোপাল পুজো করেই সন্তানকে পেয়েছে বলে জানিয়েছিলেন মধুবনী। তাই বলে ছেলে জন্মের দেড় বছর ঘুরতে না ঘুরতেই আবারো মা হতে চলেছেন তিনি!
হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। কমবেশি সকলেই শুভেচ্ছা জানাতে মধুবনী ও তাঁর পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করতে থাকে। এই খবর কি আদৌ সত্যি। মধুমনীর নিজস্ব একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে। যেখানে তিনি ও তাঁর স্বামী রাজা নিত্যদিন ভিডিও পোস্ট করে থাকেন। তাদের রোজনামচার নানা ভিডিও ব্লগ এই চ্যানেলের মাধ্যমে দর্শকেরা পেয়ে থাকেন।
এবার সেখানেই এই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খুললেন তিনি । নিজের শাশুড়ি মা অর্থাৎ রাজার মাকে নিয়ে বসে তাঁকে সরাসরি জিজ্ঞাসা করলেন এই মুহূর্তে রটে গিয়েছে তিনি মা হতে চলেছেন আরও একবার। খবরটা কি আদৌ সত্যি? রাজার মা উত্তর দেন ”মোটেও না, তবে কেন জানি না কয়েকদিন ধরেই সকলেই তাকে এসে এই বিষয়ে প্রশ্ন করছে”। মধুবনী দুষ্টু হাসি হেসে পাল্টা জিজ্ঞাসা করেন যা রটে তার কিছু তো ঘটে? রাজার মা সে প্রসঙ্গ উড়িয়ে দিয়ে স্পষ্ট জানান মোটেও না তেমন কিছুই ঘটেনি। সত্যি মা হতে চলেছেন তিনি এই খবর মোটেও সত্যি নয় বলেই জানান মধুবনী। এখন তাঁরা কেশবকে নিয়েই দিব্যি ব্যস্ত। সঙ্গে কাজও করছেন চুটিয়ে।