Amitabh Bachchan: বাংলার নয়! ‘আমি ভোপালের জামাই রাজা’, সগর্বে ঘোষণা অমিতাভের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 17, 2022 | 2:27 PM

Amitabh Bachchan: শুনে বাংলার ভক্তদের মুখ ভার! তাঁদের জামাইবাবু কী করে হয়ে গেলেন অন্য রাজ্যের জামাই রাজা?

Amitabh Bachchan: বাংলার নয়! আমি ভোপালের জামাই রাজা, সগর্বে ঘোষণা অমিতাভের
অমিতাভ বচ্চন।

Follow Us

অমিতাভ বচ্চন বাংলার জামাইবাবু– এমন ভাবেই তাঁকে চিরকাল জেনে এসেছে এ রাজ্য। দিয়েছে অফুরান ভালবাসা, আর বচ্চনও বারেবারেই জানিয়েছেন বাংলার প্রতি তাঁর ভালবাসার কথা। তাঁর টানের কথা। তবে এবার কেবিসির সঞ্চালনা চলাকালীন তাঁর দাবি তিনি নাকি মধ্যপ্রদেশের জামাইরাজা। শুনে বাংলার ভক্তদের মুখ ভার! তাঁদের জামাইবাবু কী করে হয়ে গেলেন অন্য রাজ্যের জামাই রাজা?

ভোপালের এক প্রতিযোগী অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কউন বনেগা ক্রোড়পতি’তে খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি যখন শো-এ হাজির হন তখন অমিতাভকে বলতে শোনা যায়, ‘আপনি ভোপালের মানুষ না? আমি তো ওখানকার জামাইরাজা”। মিথ্যে কিন্তু বলেননি অমিতাভ। জয়া বচ্চন বাঙালি হলেও তিনি ভোপালের জন্মেছেন। সেখানে তাঁর স্কুল ও বড় হয়ে ওঠা। জয়া বচ্চন পড়তেন ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে। পরে যদি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক হন। সেই অর্থে দেখতে গেলে অমিতাভের প্রতি জামাইবাবুর অধিকার শুধু বাংলার নয় রয়েছে মধ্যপ্রদেশেরও। তবে বাংলা যে তাঁর অন্তরে সে কথা খোদ জয়াই কিছুদিন আগে ‘কেবিসি’তে এসে বলে গিয়েছেন। এখানে কাজ করতে এসেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন বিগ-বি। আর জয়া-কানেকশন তো রয়েছেই। জয়া বলেছিলেন, “বাংলার সঙ্গে তোমার আলাদা এক টান রয়েছে তাই না?” সজল চোখে অমিতাভ বলেছিলেন, ‘হ্যাঁ’।

দীর্ঘ কেরিয়ার তাঁর। সেই কেরিয়ারে রয়েছে নানা উত্থান পতন। বয়স ৮০ পার করেছে সদ্য। তবু এখনও তরতাজা যুবক অমিতাভ বচ্চন। দু’ বার কোভিডও থামাতে পারেনি তাঁকে। দমাতে পারেনি তাঁর অদম্য প্রাণশক্তিকে। একাধারে টিভিতে রিয়ালিটি শো’র সঞ্চালনা অন্যদিকে আবার বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন বিগ-বি। থামতে চান না তিনি। এগিয়ে যেতে চান বহুদূর।

Next Article