Vaishali Takkar: কাঠগড়ায় প্রাক্তন প্রেমিক, ধারাবাহিক অভিনেত্রীর সুইসাইড নোটে মিলল চাঞ্চল্যকর তথ্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 17, 2022 | 1:29 PM

Vaishali Takkar: শনিবার রাতে বৈশালীর ভাই প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Vaishali Takkar: কাঠগড়ায় প্রাক্তন প্রেমিক, ধারাবাহিক অভিনেত্রীর সুইসাইড নোটে মিলল চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রীর সুইসাইড নোটে মিলল চাঞ্চল্যকর তথ্য

Follow Us

 

ইনদওরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী বৈশালী ঠক্করের ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছিলেন আত্মহত্যা করেছেন ‘শ্বশুরাল সিমর কা’ খ্যাত এই অভিনেত্রী। এবার তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। বৈশালীর বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটের পরিপ্রেক্ষিতেই তেজাজি নগর থানার সুপার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ওর ঘর থেকে একটি পাঁচ পাতার নোট পেয়েছি। সেখানেই তাঁর প্রাক্তন প্রেমিকের উল্লেখ রিয়েছে। উনি দাবি করেছেন, প্রাক্তন প্রেমিক তাঁকে উত্যক্ত করছে। না সে বৈশালীকে কারও সঙ্গে বিয়ে করতে দিচ্ছেন, না তিনি নিজেও বিয়ে করতে চাইছেন।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রেমিক বিবাহিত, তার আবার দুই সন্তানও রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই প্রেমিককে সমন পাঠান হয়েছে।

শনিবার রাতে বৈশালীর ভাই প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৈশালীর একদা সহকর্মী রোহন মেহরা জানিয়েছেন, বিভিন্ন সময়ে বৈশালীর মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা গিয়েছে আগে। এ কারণে তাঁর চিকিৎসাও চলছিল। অন্যদিকে বৈশালী বন্ধু ও বন্ধু পত্নীর তরফে জানা গিয়েছে ডিসেম্বরেই ক্যালিফোর্নিয়ার এক ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। দীপাবলি মিটে গেলেই মুম্বইয়ে এসে তাঁর জামাকাপড় কেনার কথাও ছিল। প্রসঙ্গত, এই বছরের এপ্রিলে পেশায় ডাক্তার অভিনন্দন সিংয়ের সঙ্গে তাঁর বাগদানের খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। কিন্তু এক মাস পরেই তিনি ঘোষণা করেন, তাঁরা বিয়ে করছেন না। এমনকি যে বাগদানের যে ভিডিয়ো তিনি শেয়ার করেছিলেন তাও সরিয়ে নেন সোশ্যাল মিডিয়া থেকে।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। ওই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। এখানেই শেষ নয় ‘ইয়ে হ্যায় আশিকি’ , ‘সসুরাল সিমর কা’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। তাঁকে শেষ বার দেখা গিয়েছে ‘রক্ষাবন্ধন’ ধারাবাহিকে।

Next Article