‘কৃষ্ণকলি’র ‘মুন্নি’ মাধ্যমিক পাশ করেই বিয়ে করে ফেললেন?

Ananya Guha: সদ্য ইনস্টাগ্রাম স্টোরিতে কনের সাজে নিজের ছবি শেয়ার করেছেন অনন্যা। শুধু তাই নয়, লিখেছেন, ‘গুডবাই, আই অ্যাম ম্যারেড!’

‘কৃষ্ণকলি’র ‘মুন্নি’ মাধ্যমিক পাশ করেই বিয়ে করে ফেললেন?
অনন্যা গুহ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2021 | 6:29 PM

অনন্যা গুহ। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে তাঁর অভিনয় দেখেন দর্শক। চরিত্রের নাম মুন্নি। চলতি বছরেই মাধ্যমিক পাশ করেছেন অনন্যা। নম্বরও ভালই হয়েছে। সবে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের পড়াশোনা। অভিনয় অনন্যার ভালবাসার জায়গা বটে। কিন্তু পাশাপাশি পড়াশোনা কিছুদূর পর্যন্ত করে যেতে চান। কিন্তু এর মধ্যেই কি বিয়ে করে ফেললেন অভিনেত্রী?

সদ্য ইনস্টাগ্রাম স্টোরিতে কনের সাজে নিজের ছবি শেয়ার করেছেন অনন্যা। শুধু তাই নয়, লিখেছেন, ‘গুডবাই, আই অ্যাম ম্যারেড!’ অন্য একটি ছবিতে বিয়ের সাজ না থাকলেও মাথার সিঁদুর বিবাহিতার ইঙ্গিত বহন করছে। তা হলে স্কুলের গন্ডি পেরতেই সোজা বিয়ের পিঁড়ি! সত্যি নাকি?

Ananya-post

অনন্য়ার ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিনশট।

আসল সত্যিটা হল, অনন্যার এই লুক রিয়েল নয়, রিলের। অর্থাৎ তাঁকে এই লুকে একটি নতুন চরিত্রে দেখা যাবে। সূত্রের খবর, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন অনন্যা। সেখানকার একটি ছবিতে বিয়ের সাজে দেখা যাবে তাঁকে। ইনস্টাগ্রাম স্টোরিতে নেহাতই মজা করে সেই আপডেট শেয়ার করেছেন তিনি।

কিছুদিন আগে মা ইন্দ্রানী গুহর সঙ্গে জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাজির ছিলেন অনন্যা। সেখানে অনন্যার মা শেয়ার করেন মেয়ের দুষ্টুমির কথা। শুটিং না থাকলেও সেটে নাকি চলে যান অভিনেত্রী। অনলাইন ক্লাসে ফাঁকি দেন। পড়াশোনা করতে তেমন ভাল লাগে না। লকডাউনে বাড়িতে নাকি অনেক কাজে মাকে সাহায্য করেছিলেন। রান্না করতে ভালবাসেন অনন্যা। নিত্য নতুন রেসিপি ট্রাই করা তাঁর অন্যতম শখ। ব্যক্তি জীবনে এ হেন অনন্যাকে ইতিমধ্যেই দর্শকের বড় অংশের পছন্দ হয়েছে। নিজের কাজ, অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন। ভবিষ্যতে তাঁকে আরও নতুন চরিত্রে দেখার অপেক্ষায় থাকবেন সকলে।

আরও পড়ুন, জন্মদাত্রী মায়ের পরিচয় সম্পর্কে কী বললেন সুস্মিতার দত্তক কন্যা রেনে?