২০২১ সালে প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা লোখন্ডে। তাঁর বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। অঙ্কিতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। সেই কারণে ভিকিকে বিয়ে করায় ট্রোলের মুখোমুখি হন তিনি। ২০২১-এর বিয়ের দেড় বছরের মধ্যেই ফের একবার বিয়ের পিঁড়িতে তিনি। এ দেশে নয়, বরং বিদেশের মাটিতেই বিয়ে করলেন অঙ্কিতা। গোলাপি শাড়ি, হীরের গয়নায় নিজেকে সাজিয়ে চুম্বন করে নিলেন তাঁর স্বামীকে। প্রশ্ন হল, কে তাঁর স্বামী? এখানেই রয়েছে টুইস্ট। ভিকি জৈনকেই দ্বিতীয় বার বিয়ে করেছেন অঙ্কিতা। এ কথা অঙ্কিতাই খোদ লিখেছেন তাঁর ইনস্টাগ্রামে। তিনি লেখেন, “আমরা আবার বিয়ে করলাম। শেষ অবধি দেখবেন কিন্তু।”
তবে অঙ্কিতার এই দ্বিতীয় বিয়ে মোটেও ভালভাবে নেননি তাঁর অনুরাগীদের একটা বড় অংশ। একজন লিখেছেন, “হ্যাঁ, ঠিকই আছে, যখন আপনার কাছে অনেক পয়সা, কী করে ব্যয় করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। ঠিক তখনই এভাবে পয়সা নষ্ট করতে হয়।” আর একজন প্রশ্ন তোলেন, “কেন প্রথম বারের বিয়েটা একেবারেই ভাল ছিল না, তাই না?” যদিও অঙ্কিতার ইনস্টাগ্রাম এখন তাঁর বিয়ের ছবি ও ভিডিয়োতে ভরপুর।
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন অঙ্কিতা। এক ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন তাঁরা। কিন্তু শোনা যায়, বড় পর্দায় ব্রেক পাওয়ার পরেই নাকি অঙ্কিতার সঙ্গে আচরণ বদলে যায় তাঁর। সম্পর্কেও ধরে চিড়। বেশ কিছু দিন একা থাকার পর ভিকির প্রেমে পড়েন অঙ্কিতা। ২০২১ সালে তাঁদের বিয়ে হয়। মাঝেমধ্যেই আদুরে ছবি শেয়ার করেন দম্পতি।