Shruti-Swarnendu: স্বর্ণেন্দুর হাত ধরে ২০০ পর্ব পার, জোড়া সেলিব্রেশনে মাতলেন শ্রুতি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 10, 2023 | 12:16 PM

Viral News: এ তো গেল প্রথম সেলিব্রেশন, দ্বিতীয়ত, বর্তমানে রমরমিয়ে চলছে এই জুটির ধারাবাহিক রাঙাবউ। স্বর্ণেন্দুর পরিচালনায় আরও একবার শ্রুতি।

Shruti-Swarnendu: স্বর্ণেন্দুর হাত ধরে ২০০ পর্ব পার, জোড়া সেলিব্রেশনে মাতলেন শ্রুতি

Follow Us

স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস, জুটি মাতলেন জোড়া সেলিব্রেশনে। কীসের সেলিব্রেশন? না, কোনও লুকোচুরি নয়, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সবটাই জানালেন জুটি। টানা কয়েকবছর প্রেমের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেন স্বর্ণেন্দু সমাদ্দার ও শ্রুতি দাস। শুটিং সেটেই প্রেম। প্রথম দেখার পর থেকেই বাড়তে থাকে তাঁদের সম্পর্কের গভীরতা। এখন তাঁরা একে অন্যের সঙ্গে ঘর বেঁধেছেন। কাছের কয়েকজন মানুষকে নিয়েই সেরেছেন বিয়ে। খুব একটা জাঁকজমক না থাকলেও বিয়ের সব ছবি শেয়ার করেছেন তাঁরা ভক্তদের জন্য। সেই বিয়ের এবার এক মাস পূর্ণ হল। সেই সুবাদেই রকি অউর রানি কি প্রেম কহানি ছবির গানে লিপ দিয়ে তা পোস্ট বানালেন স্বর্ণেন্দুর জন্য। তা দেখা মাত্রই কমেন্ট বক্সে হাজির হয়ে গেলেন পরিচালক স্বর্ণেন্দু। প্রকাশ্যে ভালবাসা জানালেন শ্রুতিকে।

এ তো গেল প্রথম সেলিব্রেশন, দ্বিতীয়ত, বর্তমানে রমরমিয়ে চলছে এই জুটির ধারাবাহিক রাঙাবউ। স্বর্ণেন্দুর পরিচালনায় আরও একবার শ্রুতি। বর্তমানে TRP তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দেখতে দেখতে ২০০ পর্ব পার। এবার সেই আনন্দেই সেলিব্রেশনে মাতল গোটা টিম। সেটেই সকলে নিজেদের মতো করে উৎসবে মাতলে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সেই খবরও সকলের সঙ্গে শেয়ার করে নিলেন শ্রুতি। ঝড়ের গতিতে তাও ভাইরাল। শুভেচ্ছা জানালেন ভক্তরা। তা দেখা মাত্র সকলেই ধারাবাহিক নিয়ে নিজ নিজ মন্তব্যও রাখলেন। তবে রাঙাবউ দেখে অনেকেই বেজায় খুশি। সম্প্রতি সেখানে শ্রুতিকে সেখানে দেখা গিয়েছে এক নতুন রূপে। তা দেখা মাত্রই সকলেই মুগ্ধ। কেউ লিখলেন এপিসোড খুব ভাল লেগেছে, কেউ আবার লিখলেন, খুব হেসেছি। এখন দেখার এই ধারাবাহিকের মেয়াদ দর্শকদের চাহিদায় কতটা দীর্ঘ হয়। কারণ বর্তমানে মেগার মেয়াদ দিন দিন কমছে। একটা সময় তিন চার বছর ধরে চলা ধারাবাহিকের সঙ্গে থেকেছেন দর্শকেরা। এখন তো অধিকাংশ ধারাবাহিক কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যেতে দেখা যাচ্ছে।

Next Article