এক ধাক্কায় কমল টিআরপির নম্বর। আরও বেশি আশ্চর্যের–টানা ১১ মাস ধরে এক নম্বরে থাকা ‘অনুরাগের ছোঁয়া’ জনপ্রিয়তা হারিয়ে নেমে পড়ল ৫ নম্বর স্থানে। উঠে এল সেই ধারাবাহিক, যার সঙ্গে সমানে টক্কর দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু এ সপ্তাহে টিআরপির এমন হাল কেন? এর নেপথ্যে কারণ ধরে নেওয়া হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রত্যেকদিন টিভির রিমোট নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে মারামারিই কি বাংলা সিরিয়ালের এই দশা করে দিল?
গত সপ্তাহেও ৮-এর উপর টিআরপি ছিল ‘অনুরাগের ছোঁয়া’র। মিশকাকে জেল থেকে ছাড়ানোর পর দর্শকের হয়তো সেই প্লট আর মনে ধরছে না। একজন দাগি আসামীকে বারবার ক্ষমা করে দেওয়ার এই কৌশল দর্শকের মনে আর হয়তো নতুন করে আগ্রহ জাগায় না।। তাঁরা চান প্রতিশোধ। অপরাধীর শাস্তি। যে কারণে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা ‘জগদ্ধাত্রী’ এ সপ্তাহের প্রথম স্থান অধিকার করে ফেলেছে। এবং নম্বর পেয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’ ৮.৩ টিআরপি থেকে এক ধাক্কায় নেমে গেছে ৬.২তে। অনেকটাই নীচে নেমেছে ধারাবাহিকের স্কোর।
দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে উঠে এসেছে তিনটি ধারাবাহিকের নাম। ‘নিম ফুলের মধু’, ‘ফুলকি’ এবং ‘কার কাছে কই মনের কথা’। প্রথম চারটি সম্প্রচারিত হয় জি বাংলায়। ‘অনুরাগের ছোঁয়া’ স্টার জলসায়। আগামী সপ্তাহে কী নিজ জায়গা ফিরে পাবে ‘অনুরাগের ছোঁয়া’, এখন সেটাই দেখার অপেক্ষা।