শ্বেতা ভট্টাচার্য ওরুবেল দাস ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা। যদিও শ্বেতা ভট্টাচার্য ইতিমধ্যেই হাতিখড়ি করে ফেলেছেন বড়পর্দায়। একে অপরকে মন দিয়েছেন শুটিং সেটে। ছোট থেকেই তাঁদের আলাপ, তবে একটা সময় এ সম্পর্ক শুধুই বন্ধুত্বের ছিল। দিন দিন একে অপরের কাছাকাছি আসতে আসতে, আজ তাঁরা একে অপরের মনের মানুষ। সদ্য একাধিক ঝড় কাটি উঠেছেন এই জুটি। রুবেলের পায়ে চোট তারপর ডেঙ্গি, অন্যদিকে শ্বেতার বাবার জ্বর, মায়ের হাসপাতালে ভর্তি সবমিলিয়ে গত কয়েক মাস সময় মোটেও ভাল যাচ্ছেন এই জুটির। তবে তারই মাঝে ভাল থাকার ওষুধটুকু তো খুঁজে নিতেই হবে।
সোশ্যাল মিডিয়া বরাবরই সক্রিয় এই জুটি, তাই সোশ্যাল মিডিয়ায় নিজের এক মিষ্টি ছবি শেয়ার করে শ্বেতা লিখলেন, ‘মানুষ অনেক রাস্তা খুঁজবে তোমায় কষ্ট দেওয়ার, কিন্ত তোমায় সব সময় ভাল থাকার রাস্তা খুঁজে নিতে হবে। এই পোস্ট দেখা মাত্রই রুবেল লিখলেন, কারণ খুশি তোমার চারপাশেই রয়েছে। ‘
প্রসঙ্গত এই জুটির পুজোটা এবারে খুব একটা জমজমাট কাটেনি। রুবেলকে নিয়ে হাসপাতালে কেটেছে এই কয়েকটা দিন। শ্বেতার এই পাশে থাকা, যত্ন নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন রুবেল। তাঁর কাছে যেন শ্বেতাই হয়ে উঠেছিলেন দূর্গা। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ”এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সাথে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধূ সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল, আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টর এর সাথে কথা বলা, আমার ওষুধ, আমার রক্ত পরীক্ষা, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ । কৃতজ্ঞ তোমার কাছে।”