Archana On Trolling: ‘পুরুষদের মতো দেখতে…’, ট্রোলিং-কে পাশ না কাটিয়ে এবার অর্চনা দিলেন উচিৎ শিক্ষা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 25, 2023 | 4:16 PM

Viral Post: তবে তাঁর পিছনে তাঁকে নিয়ে কোনও কুমন্তব্য করলে তিনি যে তা ছেড়ে দেওয়ার পাত্রী নন, তা এবার স্পষ্ট হয়ে গেল সোশ্যাল মিডিয়ার একটি পোস্টেই। সম্প্রতি তিনি চাঁর স্বামী অভিনেতা পরমিত শেট্টির সঙ্গে একটি ছবি শেয়ার করেন।

Archana On Trolling: পুরুষদের মতো দেখতে..., ট্রোলিং-কে পাশ না কাটিয়ে এবার অর্চনা দিলেন উচিৎ শিক্ষা

Follow Us

দ্য কপিল শর্মা শো বরাবরই চর্চার কেন্দ্রে জায়গা করে থাকে। যে শোয়ের বিশেষ অতিথির আসন সর্বদাই দখল করে থাকেন অর্চনা পুরাণ সিং। এই শোয়ের প্রাণকেন্দ্র কপিল শর্মা মাঝে মধ্যেই দর্শকদের হাসানোর জন্য অর্চনাকে নিয়ে নানান মজার মন্তব্য করে থাকেন। যদিও তা যে অর্চনার অনুমতী নিয়ে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অর্চনা তা বেজায় আনন্দের সঙ্গেই গ্রহণ করে থাকেপন। তবে নিঃসন্দেহে তা ক্যামেরার সামনে ঘটে থাকে। তবে তাঁর পিছনে তাঁকে নিয়ে কোনও কুমন্তব্য করলে তিনি যে তা ছেড়ে দেওয়ার পাত্রী নন, তা এবার স্পষ্ট হয়ে গেল সোশ্যাল মিডিয়ার একটি পোস্টেই। সম্প্রতি তিনি চাঁর স্বামী অভিনেতা পরমিত শেট্টির সঙ্গে একটি ছবি শেয়ার করেন।

সুইজ্যারল্যান্ড থেকে শেয়ার করা একটি ছবি ঘিরে শুরু হয় জল্পনা । সেখানে স্বামীর সঙ্গে মিষ্টি লুকে সেলফি তুলতে দেখা যায় অর্চনাকে। যা দেখা মাত্র সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলার হাজির হন অর্চনাকে রোস্ট করতে। তিনি লেখেন, ”মহিলা কম আর পুরুষ বেশি লাগছে আপনাকে। কপিল ঠিক বলেন, অনেক সময় লেগেছে আপনার লুক পরিবর্তন করতে।” এই কমেন্ট দেখে বিন্দুমাত্র চুপ থাকলেন না অর্চনা, উল্টে তিনি সাফ জানিয়ে দিলেন নিজের মতামত। দিলেন সপাট উত্তর। লিখলেন, ”কত জঘন্য চিন্তা ভাবনা এই বয়সে। কিছুটা লেখাপড়া করলে জানতে পারতেন বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। দয়া করে প্রতিটা মহিলাদের সম্মান করুন, সে যে বয়সের হোক, যে চেহারার হোক, যে চেহারার হোক কিংবা যে কোনও উপস্থাপনাতে। কীভাবে তুমি পুরুষদের থেকে সম্মান আশা কর? যদি না তুমি নিজে মহিলাদের সম্মান দিতে অপারক হও।” অর্চনার এই কটাক্ষ নিতে না পেরে নিজের পোস্টটি পরবর্তীতে মুছে দিয়েছেন।

Next Article