Arun Govil: পর্দায় রাম হতেই বিপত্তি, রাতারাতি পাল্টে যায় অরুণের কেরিয়ার, আক্ষেপ রয়েই গিয়েছে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 13, 2023 | 11:40 AM

Arun Govil: যাঁরা ঈশ্বরের চরিত্রের অভিনয় করেন তাঁদের ক্ষেত্রে। যেমন কেউ যদি পর্দায় লোকনাথ হয়ে থাকেন, কিংবা শিব, রামকৃষ্ণ হয়ে থাকেন, তাঁদের বাস্তবেও সেই সম্মানটাই মিলতে দেখা যায়। তাঁদের মধ্যেই যেন ঈশ্বরকে বিশ্বাস করতে থাকেন দর্শকেরা। আর তাতেই বিপত্তি।

Arun Govil: পর্দায় রাম হতেই বিপত্তি, রাতারাতি পাল্টে যায় অরুণের কেরিয়ার, আক্ষেপ রয়েই গিয়েছে

Follow Us

পর্দায় তিনি রাম, ফলে দর্শকদের কাছে তিনি যেন জীবন্ত ভগবান। চরিত্রের ক্ষেত্রে এই বিষয়টা নতুন নয়। কেউ যদি কোনও চরিত্রে নিজের একশো শতাংশ উজার করে দেন, তবে দর্শক যেন ব্যক্তি মানুষটিকে ছাপিয়ে তাঁদের চরিত্রকেই বেশি বিশ্বাস করতে চান। এমনটা বেশিরভাগ ঘটে থাকে যাঁরা ঈশ্বরের চরিত্রের অভিনয় করেন তাঁদের ক্ষেত্রে। যেমন কেউ যদি পর্দায় লোকনাথ হয়ে থাকেন, কিংবা শিব, রামকৃষ্ণ হয়ে থাকেন, তাঁদের বাস্তবেও সেই সম্মানটাই মিলতে দেখা যায়। তাঁদের মধ্যেই যেন ঈশ্বরকে বিশ্বাস করতে থাকেন দর্শকেরা। আর তাতেই বিপত্তি। ফলে এই চরিত্রদের অনেকেই অন্য চরিত্রে মেনে নিতে পারেন না। ঠিক একই পরিস্থিতি ঘটেছিল অরুণ গোভিলের ক্ষেত্রে, তিনি পর্দার জনপ্রিয় অভিনেতা। তিনি রামচন্দ্র। তাঁকে পর্দায় দেখে সকলেই ভক্তি মনে বিশ্বাস করতেন, কিন্তু সেই চরিত্রকে কি দর্শক অন্য চরিত্রে মেনে নিতে পারতেন?

এমনই প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায় তাঁকে। বিভিন্ন চরিত্রের প্রস্তাব থাকলেও, দাপটের সঙ্গে অভিনয় করলেও সবটাই পাল্টে যায়। কোথাও গিয়ে এই কিন্তুই কোণঠাঁসা করে তুলেছিল অভিনেতাকে। তিনি বিশ্বাস করে উঠতে পারেননি যে দর্শকদের তিনি আর তেমন একটা ভাল কাজ উপহার দেওয়ার সুযোগ পাবেন না। একাধিক সাক্ষাৎকারে তাই রাম চরিত্রের পর কেরিয়ার নিয়ে তিনি আক্ষেপ করেছেন। তাঁর কথায়, রামচন্দ্রের চরিত্রের সঙ্গে তিনি সততা করেছিলেন, কিন্তু শ্রীরামচন্দ্র অরুণকে দর্শক এতটাই শ্রদ্ধা দিয়েছিলেন, যে তাঁর আর খুব একটা অন্য চরিত্র হয়ে ওঠা হল না। কেবল ঈশ্বরের চরিত্রের জন্যই সিনেপাড়ায় ছিল তাঁর কদর।

 

Next Article