Rubel Das: বাংলাদেশে বয়কটের ডাককে বুড়ো আঙুল রুবেলের! করলেন এই কাজ

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 13, 2023 | 2:23 PM

Rubel Das: এ যাবৎ রুবেল দাসের বাংলাদেশি ভক্তের সংখ্যা ছিল অগুণতি। তবে বিগত এক মাস ধরে সেই সমীকরণে খানিক পরিবর্তন এসেছে। শাকিব খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড-- আউট বিতর্ক নিয়ে শাকিবকে সমালোচনা করায় পাল্টা কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করেছেন বাংলাদেশি ভক্তরা।

Rubel Das: বাংলাদেশে বয়কটের ডাককে বুড়ো আঙুল রুবেলের! করলেন এই কাজ
শ্বেতা-রুবেল।

Follow Us

এ যাবৎ রুবেল দাসের বাংলাদেশি ভক্তের সংখ্যা ছিল অগুণতি। তবে বিগত এক মাস ধরে সেই সমীকরণে খানিক পরিবর্তন এসেছে। শাকিব খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড– আউট বিতর্ক নিয়ে শাকিবকে সমালোচনা করায় পাল্টা কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তীব্র ভাষায় তাঁকে আক্রমণ করেছেন বাংলাদেশি ভক্তরা। তবে রুবেল রয়েছেন তাঁর মতোই। যতই বয়কটের ডাক দেওয়া হোক না কেন, তিনি যে এ সব একেবারেই বিচলিত নন, বলছে তাঁর ইনস্টা পোস্ট। দিওয়ালিতে প্রেমিকা শ্বেতার সঙ্গে দিলেন ভালবাসা মাখা পোস্ট। শুধু কি তাই? একসঙ্গে নাচের ভিডিয়োও পোস্ট করতে ভুললেন না দু’জনে। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির গানের সঙ্গে পা মেলালেন শ্বেতা ও রুবেল। সমালোচনা-রাগ-অভিমান থেকে শতহস্ত দূরে গিয়ে তাঁরা মেতেও উঠলেন আনন্দে।

কেন বাংলাদেশের মানুষদের একটা বড় অংশ বয়কটের ডাক দেয় রুবেলকে? অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমস আউট হওয়ার পর শাকিব আল হাসান টিমকে তুলোধনা করে রুবেল লেখেন, “ছিঃ ছিঃ ছিঃ! বাংলাদেশে ক্রিকেট টিমের লজ্জা হওয়া উচিৎ। কোথায় গেল ক্রিকেটের স্পিরিট? কোথায় গেল স্পোর্টসম্যানশিপ? কোথায় গেল জেন্টলসম্যান গেম? শুধু মাত্র চ্যাম্পিয়ন ট্রফি খেলবে বলে এত নীচে নামতে পারিস তোরা? আর নিজেদের তুলনা করিস ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে?” মাত্র কয়েক সেকেন্ড সেই পোস্টটি ছিল তাঁর ফেসবুকে। এর পরেই তা তিনি মুছে দিলেও তা ভাইরাল হতে দেরি হয়নি। ক্ষোভে ফেটে পড়েন তাঁর বাংলাদেশি ভক্তরা। ডাক দেওয়া হয় বয়কটের। যদিও এর পরেই ইনস্টাশগ্রামে এক অর্থবহ পোস্ট করতে দেখা যায় রুবেলকে। তিনি লেখেন, ““সৃজন দত্ত ছিল আর থাকবে।” এই মুহূর্তে তিনি ‘নিম ফুলের মধু’ নামক এক ধারাবাহিকে অভিনয় করছেন। সেখানেই তাঁর চরিত্রের নাম সৃজন দত্ত। তিনি যে বয়কটে বিচলিত নন সেই বার্তা আগেই দিয়েছিলেন। এবার যেন তা খানিক স্পষ্ট হল।

 

 

 

Next Article