মেয়ে মীরা ১০ বছর পূর্ণ করল। সেই উপলক্ষে বাবা ইন্দ্রনীল ও মা বরখা সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছেন ভালবাসায়। দুজনেই মেয়ের ছবি শেয়ার করেছেন মিষ্টি পোস্ট। কিন্তু দুজনেরই পোস্টে দেখা গেল না একে অপরকে, যা আরও একবার জোরাল করে তুলল তাঁদের সম্পর্কের অবনতির গুঞ্জন।
মেয়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন বরখা। লিখেছেন, “প্রিয় মীরা। এটা তোমার ১০ বছরের জন্মদিন। মা হিসেবে আমার জীবনেও মাইলস্টোন। জীবনে আমি চাই তুমি অনেক কিছু হও। একজন বিদ্রোহী, এক যোদ্ধা, সাহসী, দয়ালু। লিস্টটা অনেক লম্বা। আমি যা করতে পারি সেরার সেরা তোমাকে উপহার দিতে পারি। তুমি আমার গর্ব। তুমি আমার আজীবনের।” অন্যদিকে ইন্দ্রনীল মীরার ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ ১০ বছরের জন্মদিন বেবি। সূর্যের আলো চিরকাল তোমার উপরেই পড়ুক। ভালবাসি।”
প্রসঙ্গত, বরখা ও ইন্দ্রনীলের পোস্টে একবারের জন্য দুজন দুজনের প্রসঙ্গ তোলেননি। দুজনের নাম নেননি। যার ফলে নেটিজেনদের একটা বড় অংশ তা নিয়ে প্রশ্নও তুলেছেন ওঁদের দুজনকে।
ইন্ডাস্ট্রির খবর, বিগত বেশ কিছু মাস ধরে বরখা ও ইন্দ্রনীলের ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। বরখার ইনস্টা প্রোফাইল খুললেই দেখা যাবে সাম্প্রতিক কালে স্বামীর সঙ্গে কোনও ছবি আপলোড করেননি তিনি। শেষ আপলোড বেশ কয়েক মাস আগে। অন্যদিকে ইন্দ্রনীলের প্রোফাইল ঘাঁটলেও দেখা যাচ্ছে চিত্র খানিক এক রকম। বরখাকে নিয়ে শেষ ছবির সময়টিও ওরকমই। দুজনের প্রোফাইলের একমাত্র যোগসূত্র মেয়ে মীরা।
কী নিয়ে সমস্যার সূত্রপাত? মাস কয়েক আগে টলিউডের এক ছবির শুটিং করতে এসেছিলেন ইন্দ্রনীল। সেখানেই সহ অভিনেত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্বের ইকুয়েশন নিয়ে শুরু হয় যত জল্পনা। কে সেই অভিনেত্রী? তিনি ঈশা সাহা।
এর আগে ঈশাকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি একেবারেই মানতে চাননি। কিন্তু সাম্প্রতিক সূত্র বলছে, ইন্দ্রনীল নাকি ইতিমধ্যেই নিজের ফ্ল্যাট ছেড়ে লাগোয়া বাবা-মায়ের সঙ্গে অন্য একটি ফ্ল্যাটে থাকছেন। সন্তান মীরা থাকছে বরখার সঙ্গে। সূত্র আরও বলছে, আপাতত দু’জন-দু’জনের থেকে খানিক ‘ব্রেক’ নিতে চাইছেন। এ ব্যাপারে বিষদে জানতে ইন্দ্রনীলকে টিভিনাইন বাংলার পক্ষ থেকে এর আগে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মীরার জন্মদিনে তাঁদের শুভেচ্ছা জানানোর ধরনও নেটিজনেদের মনে প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি। ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় জুটির এই খবরে চিন্তায় তাঁদের অনুরাগীরা। ব্যক্তিগত ভুল বোঝাবুঝি, মান-অভিমানের পালা মিটিয়ে আবারও কাছে আসুক তাঁরা, কামনা নেটিজেনদের।
আরও পড়ুন-Yash-Nusrat: যশের জন্মদিনে নুসরতের ভালবাসা প্রকাশ্যে, কী লিখলেন তিনি?