Bengal Trp: ‘ছোঁয়া’ দিতে এলেন অর্জুন? কিন্তু তাতেও বাড়ল না ধারাবাহিকের প্রতি দর্শকের ‘অনুরাগ’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 23, 2023 | 2:24 PM

Bengali Serials: পুজোর পরপরই 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের নম্বর কমছে ক্রমশ। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। গত সপ্তাহে ছিল ৭.০। পাঁচ নম্বরে নেমেছে ধারাবাহিক। ধারাবাহিকে মিশকার (অহনা দত্ত) শয়তানি, সূর্য (দিব্যজ্যোতি দত্ত) এবং দীপার (স্বস্তিকা ঘোষ) ডিভোর্সে আর মন ভরাচ্ছে না দর্শকের। ধারাবাহিকে আবির্ভাব ঘটেছে অভিনেতা অর্জুন চক্রবর্তীর। কিন্তু তাতেও বাড়েনি টিআরপির নম্বর।

Bengal Trp: ছোঁয়া দিতে এলেন অর্জুন? কিন্তু তাতেও বাড়ল না ধারাবাহিকের প্রতি দর্শকের অনুরাগ
অর্জুন চক্রবর্তী।

Follow Us

প্রকাশ্যে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। উল্লেখযোগ্য ফলাফল সিরিয়ালগুলির। তবে ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পরও হাল ফেরেনি সিরিয়ালের টিআরপির। যদিও ‘তোমাদের রানি’ ধারাবাহিকটি উঠে এসে প্রথমবার। পেয়েছে ৬ নম্বর। কিন্তু বাকি ধারাবাহিকের নম্বর আশানুরূপ নয়। যেমনটা হওয়ার কথা ছিল। তলানিতে পৌঁছে গিয়েছে ১১ মাস ধরে একনম্বরে থাকা ‘অনুরাগের ছোঁয়া’।

পুজোর পরপরই ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নম্বর কমছে ক্রমশ। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। গত সপ্তাহে ছিল ৭.০। পাঁচ নম্বরে নেমেছে ধারাবাহিক। ধারাবাহিকে মিশকার (অহনা দত্ত) শয়তানি, সূর্য (দিব্যজ্যোতি দত্ত) এবং দীপার (স্বস্তিকা ঘোষ) ডিভোর্সে আর মন ভরাচ্ছে না দর্শকের। ধারাবাহিকে আবির্ভাব ঘটেছে অভিনেতা অর্জুন চক্রবর্তীর। কিন্তু তাতেও বাড়েনি টিআরপির নম্বর।

এ ব্যাপারে TV9 বাংলা কথা বলে দিব্যজ্যোতি দত্তর সঙ্গে। তিনি বলেছেন, “আমি জানি না কেন আমাদের নম্বর কমে গিয়েছে। অভিনেতা হিসেবে আমরা প্রত্যেকে মন দিয়ে কাজ করছি। কিন্তু আমার বিশ্বাস আগামীদিনে টিআরপি বাড়বে।” অর্জুনের প্রসঙ্গ তুলতেই বলেন, “জানি না কী বলব। সকলেই তো প্রাণ দিয়ে কাজ করছি।”

এ সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৭.৭। দ্বিতীয়তে ‘নিম ফুলের মধু’। তৃতীয় এবং চতুর্থ জায়গায় ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘ফুলকি’। চতুর্থকে ‘তোমাদের রানি’।