টিআরপি তালিকায় তাঁরা চরম প্রতিদ্বন্দ্বী। প্রতিযোগী চ্যানেলের একজন নায়িকা, অন্যজন পরিচালকের। কিন্তু প্রেম কি আর এত বারণ মানে? বোঝে এত হিসেব-নিকেশ? টলিপাড়াতেই আলাপ তাঁদের। অতঃপর প্রেম। ‘খেলনাবাড়ি’-এর অলকা অর্থাৎ পিয়ালি শাসমলকে অনেকেই চেনেন। তিনিই সম্পর্কে জড়িয়ে পড়েছেন টলিপাড়ার এক পরিচালকের সঙ্গে। তিনি কে জানেন? ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষের সঙ্গে। কানাঘুষো এই খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে উৎসবের মরসুমে সেই খবরেই পড়েছে শিলমোহর। খবরটা ফাঁস করেছেন পিয়ালি নিজেই। আলোয় মোড়া রাস্তায় পাভেলের হাতে হাত রেখে এক ছবি শেয়ার করে পিয়ালি লিখেছেন, “এভাবেই পাশে থেকো”।
সম্পর্কের বয়স এক বছর। বাড়িতেও সকলেই জানেন। তবে আপাতত বিয়ের কোনও পরিকল্পনা নেই। দু’জনেই ব্যস্ত শুটিং নিয়ে। তবে সেই সব সামলেও পুজোর কয়দিন জমিয়ে আনন্দ করেছেন দু’জনে। ছবিগুলি সেই প্রমাণই দিচ্ছে বারংবার। তাঁদের প্রেমের প্রকাশ্যে আসতেই সহকর্মীরা পাঠাচ্ছেন শুভেচ্ছা। এই যেমন আরাত্রিকা মাইতি অর্থাৎ ‘খেলনাবাড়ি’ ধারাবাহিকের মিতুল দু’জনকে একফ্রেমে দেখে লিখেছেন, “কী সুন্দর দেখাচ্ছে”। অন্যদিকে আরও এক নেটিজেনের বক্তব্য, “খুব খুশি হলাম। ভাল থেকো আর ভাল রেখো।” এক ভিডিয়ো শেয়ার করেছেন পাভেলও। দুর্গাপুজোয় একসঙ্গে ঘোরার মুহূর্ত তাতে রয়েছে বন্দী। রয়েছে অজানা রেস্তরাঁ একসঙ্গে সময় কাটানোর মুহূর্তও। সব মিলিয়ে ভরপুর প্রেমে মজে তাঁরা।
টেলিপাড়ায় হঠাৎ করেই প্রেমের মরসুম। এই যেমন কিছু দিন আগেই নায়িকা দেবাদৃতা বসুর সঙ্গে প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা রাহুল দেব বসু। আর এখন পাভেল-পিয়ালি। রূপসা-স্নেহাশিস, শ্রুতি-স্বর্ণেন্দুর পর ফের একবার পরিচালক-নায়িকা জুটি। প্রথম দু’জন এই মুহূর্তে বিবাহিত, শেষের জুটি কবে বসবেন বিয়ের পিঁড়িতে? এখন এই প্রশ্নই সকলের মনে।