Bharti Singh: মা আইসিইউতে ভর্তি, মঞ্চে উঠে লোক হাসাতে হয়েছিল ভারতীকে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 22, 2022 | 11:54 PM

Bharti Singh: কথায় বলে, শিল্পীদের নাকি ছুটি নেই। দর্শকদের জন্য কাজ করে যান তাঁরা। দায়িত্ববোধ যে বড় দায়! কমেডিয়ান ভারতী সিংয়ের সঙ্গেও ঘটেছিল এমন এক ঘটনা।

Bharti Singh: মা আইসিইউতে ভর্তি, মঞ্চে উঠে লোক হাসাতে হয়েছিল ভারতীকে
মায়ের সঙ্গে ভারতী।

Follow Us

কথায় বলে, শিল্পীদের নাকি ছুটি নেই। দর্শকদের জন্য কাজ করে যান তাঁরা। দায়িত্ববোধ যে বড় দায়! কমেডিয়ান ভারতী সিংয়ের সঙ্গেও ঘটেছিল এমন এক ঘটনা। মা আইসিইউতে ভর্তি, ওদিকে মঞ্চে উঠে দর্শককে হাসাতে হয়েছিল তাঁকে। সেদিন আবার ছিল তাঁর রিয়ালিটি শো’য়ের সেমিফাইনাল। ঠিক কী ঘটেছিল? বহু বছর পর এক চ্যাট শো’তে এসে অতীতে ফিরে গেলেন। শেয়ার করলেন এমন কিছু ঘটনার কথা যা শুনলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না।

ভারতী বলেন, “আমার প্রথম শো যখন করি আমি ছিলাম প্রতিযোগী। এক হোটেলে আমাদের থাকতে দেওয়া হয়েছি। হোটেলের খাবার খাওয়ার অভ্যেস আমার ছিল না। বাড়ির খাবার খেয়েই তো বড় হয়ে উঠেছি। দিনের পর দিন হোটেলের খাবার খেতে খেতে আমার মায়ের পাকস্থলীতে ঘা হয়ে যায়। অবস্থা এমনটাই হয়ে যায় ভর্তি করতে হয় হাসপাতালের আইসিইউতে। অথচ ওই দিন আমার শুট ছিল। ছিল সেমিফাইনাল। মঞ্চে গিয়ে হাসাতে হত দর্শকদের।” মনে হয়েছিল, এ কেমন জীবন?” পরে যদিও ভারতী নিজেকে বোঝান শিল্পীদের জীবন হয়তো হয় এমনটাই। তাঁর কথায়, “ব্যক্তিগত জিনিস দূরে সরিয়ে দর্শকের জন্য কাজ করে যেতে হবে। মঞ্চে গিয়ে আমি তো আর বলতে পারব না আমার মা হাসপাতালে, আজ হাসাতে ইচ্ছে করছে না। তাও হাততালি দাও…”।

এখানেই না থেমে ভারতী আরও বলেন, “মা আইসিইউতে এদিকে ব্যাক স্টেজে বসে আমার মনে হচ্ছে শো-এ যেহেতু আমি প্রতিযোগী তাই তা থেকে এক পয়সা পাবও না আমি। অথচ মাকে ফেলে এখানে আমাকে লোক হাসাতে হবে। এভাবেই ইণ্ডাস্ট্রিতে বেশ কিছু বছর কাটিয়ে ফেললেন তিনি। ২০১৭-এ বিয়ে করেন হর্ষ লিম্বাচিয়াকে। এই মুহূর্তে নতুন অতিথির অপেক্ষায় হর্ষ ও ভারতী।

Next Article