Bharti Singh: গর্ভবতী অবস্থায় কোন খাবার খেতে সবচেয়ে পছন্দ করছেন ভারতী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 05, 2022 | 11:44 PM

কেমন চলছে তাঁর প্রেগন্যান্সি রুটিং? ভারতীর কথায়, "সকাল বেলায় ঘুম থেকে উঠছি। হাঁটতে যাচ্ছি। তারপর ভেজানো আমন্ড খাচ্ছি। অনেক সবুজ সবজী খাচ্ছি। ফলের রস, বাজরা, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টাতেই রয়েছি।"

Bharti Singh: গর্ভবতী অবস্থায় কোন খাবার খেতে সবচেয়ে পছন্দ করছেন ভারতী?
অন্তঃসত্ত্বা অবস্থায় কোন খাবার খেতে সবচেয়ে পছন্দ করছেন ভারতী?

Follow Us

মা হতে চলেছেন ভারতী সিং। এই সময় হবু মায়েদের ‘ক্রেভিংস’ হয়। খেতে ইচ্ছে করে এমন সব খাবার যা হয়তো কোনও কালেই তাঁর পছন্দ ছিল না। রাত তিনটের সময় আইসক্রিমের জন্য কান্নাকাটি, ফ্রিজ খুলে আচার এ সব চলতেই থাকের। নুসরত জাহানও জানিয়েছিলেন মা হওয়ার সময় তাঁর নাকি ইচ্ছে হতো কলা খেতে। আর ভারতী সিং। ইদানিং এই দুই খাবারেই মন মজেছে হবু মায়ের।

ভারতী জানিয়েছেন বড়া-পাও খেতে নাকি বেশ ভাল লাগছে তাঁর। সঙ্গে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক। মা হতে চলেছেন। তাই এই কয়মাস ডায়েটে টাটা। ভারতীর কথায়, “বড়া পাওয়ের জন্য রীতিমতো ক্রেভিংস হচ্ছে। দিনে তিন বার রসুনের চাটনি আর কোল্ড ড্রিঙ্ক দিয়ে খেতে ইচ্ছে করছে। আমি জানি এই সব কোল্ড ড্রিঙ্ক খাওয়া ঠিক না, বাচ্চার রঙ কালো হয়ে যায়।” যদিও তিনি যোগ করেছেন, বাচ্চার রঙ, লিঙ্গ নিয়ে তিনি ভাবিত নন, তাঁর বাচ্চার সুস্থ হোক এটাই তাঁর চাওয়া।

কেমন চলছে তাঁর প্রেগন্যান্সি রুটিং? ভারতীর কথায়, “সকাল বেলায় ঘুম থেকে উঠছি। হাঁটতে যাচ্ছি। তারপর ভেজানো আমন্ড খাচ্ছি। অনেক সবুজ সবজী খাচ্ছি। ফলের রস, বাজরা, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টাতেই রয়েছি।” কেউ তাঁকে এসে খাবার দিয়ে যাবেন এই কনসেপ্টে তিনি বিশ্বাসী নন, নিজেই নিজের খেয়াল রাখছেন। জোর গলায় বললেন, “এই সময় আমার সবচেয়ে বেশি খেয়াল যে রাখতে পারবে সে হল আমি নিজেই।”
বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। স্ট্রিপেই মিলেছিল ‘গুড নিউজ়’। আনন্দে ভাংড়া নাচে গা ভাসিয়েছিলেন অভিনেত্রী। সে কী উচ্ছ্বাস! হবে নাই বা কেন? প্রথম সন্তান বলে কথা। মাস খানেক আগেই গুড নিউজ শেয়ার করেছিলেন কমেডি কুইন। এ বছর এপ্রিল কিংবা মে মাসের শুরুতেই মা হতে চলেছেন তিনি।

আরও পড়ুন-  Farhan Akhtar: বাকি মাত্র দুই মাস, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ফারহান আখতার?

 

Next Article