Bhaswar Chatterjee: ভাস্বরের নাম ব্যবহার করে অভিনয়ের ভুয়ো বিজ্ঞাপন
Viral Post: এমনই এক বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় সম্প্রতি। যেখানে জড়িয়ে রয়েছে টলিউডের ৫ সেলেবের নাম।
টলিউডে অভিনয়ের স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু সঠিক যোগাযোগ না থাকার ফলে অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না, কার কাছে গিয়ে সাহায্য চাইবেন, কে বলে দেবে সঠিক পথ, কিংবা কার কাছে গেলে অসহজেই এই জগতের সঙ্গে পরিচিতি ঘটবে, সে প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে অনেক অভিনয় প্রশিক্ষণ সেন্টারের নামও সামনে আসতে দেখা যায়। তবে সঠিক কোনটা, তা অনেকেই বুঝে উঠতে না পেরে ঠকে যান। আর এই ধরনের ঘটনাই বেশি ঘটে থাকে। মোটা টাকার বিনিময়ে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা অনেকেই বলে বেপাত্তা হয়ে যান। সেই সকল ভুয়ো বিজ্ঞাপনের কেন্দ্রে বেশ কিছু নাক করা অভিনেতার ছবিও দেওয়া থাকে, যা ওই নির্দিষ্ট বিজ্ঞাপনের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়িয়ে তোলে।
এমনই এক বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় সম্প্রতি। যেখানে জড়িয়ে রয়েছে টলিউডের ৫ সেলেবের নাম। চন্দন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখের সঙ্গে রয়েছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের নাম। বিজ্ঞাপনে লেখা রয়েছে, যারা অজিশন দিতে ইচ্ছুক, নাম ঠিকানা এবং ফোটো সেন্ড করুন, অভিনয় না জানলে শিখিয়ে নেওয়া হবে। পিউ নামক একজনের সোশ্যাল মিডিয়া থেকে এই বিজ্ঞাপনটি পোস্ট করা হয়। তা চোখে পড়া মাত্রই স্ক্রিনশর্ট নিয়ে সরব হলেন অভিনেতা।
ভাস্বর নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ভগবানে জানে, এই মহিলা কেন আমার নাম ব্যবহার করেছেন। সাবধান থাকবেন। আমি এই টিমের সঙ্গে যুক্ত নই। এই বিজ্ঞাপনটির সঙ্গে স্টার জলসা চ্যানেলের লোগোও যুক্ত করা হয়ে থাকে। তাই তিনি কলকাতা পুলিশের পাশাপাশি স্টার জলসাকেও ট্যাগ করেন। ভাস্বরের এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় সরব হন ভক্তরা। একজন লেখেন, সঙ্গে সঙ্গে রিপোর্ট কর ভাস্বরদা, তোমার নাম করে লোকজনকে এরা চিট করে…।