আজব শহর কলকাতা। কত মানুষ, কত বড় বাড়ি, সাঁ করে কান ঘেঁষে ছুটে যায় দামী দামী গাড়ি– ভুবনেরও শখ জাগত কলকাতা ঘুরে দেখার। স্ত্রীর হাত ধরে রাজপথে হাঁটা, পান খাওয়া ঠোঁটে ফুচকা খাওয়ার পর টকজল মুছিয়ে দিতে হয়তো ইচ্ছে করত তাঁরও! অবশেষে স্বপ্ন পূরণ বাদামকাকুর। গান গাইতে মুম্বইও গিয়েছেন। কিন্তু ভিক্টোরিয়ার সামনে বাদাম, বেশি করে ঝাল দিয়ে ফুচকা অথবা কুমোরটুলির এঁদো গলিতে ঠাকুর প্রণাম— এসব এই প্রথম।
‘কত লোক, কত গাড়ি, কত বড় বড় বাড়ি’– চক্ষু চড়কগাছ সাধাসিধে মানুষটার। নাতনিকে মাঝে রেখে বৌকে নিয়ে ভিক্টোরিয়ার সামনে দাঁড়াতেই তিনি অবাক। শ্বেত পাথরের প্রাসাদের সামনে দাঁড়ানো বাদামওয়ালার দিকেও কি একবার তাকিয়ে নিলেন ভুবন? হাসি হাসি মুখ তাঁর। উজ্জ্বল, সপ্রতিভ। নাতনিকে কিনে দিলেন বাহারি আইসক্রিম। ছোট হাত কামড় বসাল চোখ বুজে, যেন কোন এক অসীম পরিতৃপ্তি। হলুদ ট্যাক্সি চড়ে ভুবন ও তাঁর পরিবার ঘুরে বেড়ালেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কলকাতা আর তাঁর অজানা নয়। সে তাঁকে আপন করেছে আগেই।
ইস্মার্ট জোড়িতে এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে অংশ নিয়েছেন ভুবন। সেখানেই দেখা যাচ্ছে তাঁদের। ভুবনকে কলকাতা ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিয়েছিলেন তাঁরাই। ভুবন খুশি, খুশি স্ত্রীও। কলকাতা তো প্রাণের শহর, ভুবনের গায়েও নিশ্চয়ই ইতিমধ্যেই পৌঁছেছে সেই ভালবাসার ওম?