করোনা আক্রান্ত চৈতি, টালিগঞ্জে অনেকে টেস্ট করাচ্ছেন না, অভিযোগ অভিনেত্রীর
বলিউডের পরে টলিউডেও একের পর এক শিল্পীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। গতকালই জিৎ এবং শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা (covid 19) আক্রান্ত হলেন অভিনেত্রী (Actress) চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানিয়েছেন অভিনেত্রী। শুটিংয়ে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি টলিউডের বিভিন্ন শুটিংয়ে অনেকেই উপসর্গ নিয়ে আসছেন, অথচ টেস্ট করছেন না, এই অভিযোগও তুলেছেন চৈতি।
TV9 বাংলার তরফে চৈতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “টালিগঞ্জে অনেকেই জ্বর হলে বলে, ধুর জ্বর হয়েছে, কমে গিয়েছে। টেস্ট আর করে না। না করেই চলে আসে। যার ফলে লোকজন আক্রান্ত হচ্ছে। আমাদের ফ্লোরে অনেকেই জ্বর নিয়ে এসেছেন। তারপর তাঁদেরকে বারণ করা হয়েছে। তখন তাঁরা আসেননি। আমার মনে হয়, টালিগঞ্জে টেস্টটা অনেক বেশি ম্যানডেটরি করা উচিত।”
সোশ্যাল মিডিয়ায় চৈতি লিখেছেন, ‘আমার কোভিড পজিটিভ। নিজেকে আইসোলেট করে নিয়েছি। ধুম জ্বর ছিল। কিন্তু এখন আগের থেকে ভাল আছি। শুটিংয়ে বা অন্য কোথাও আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দ্রুত টেস্ট করিয়ে নিন। অনেকেই টেস্ট করানোটা এড়িয়ে যাচ্ছেন। সাবধানে থাকুন।’
আরও পড়ুন, সারা নাকি জাহ্নবী, এই বিশেষ কাজের জন্য কাকে বেশি নম্বর দেবেন?
বলিউডের পরে টলিউডেও একের পর এক শিল্পীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। গতকালই জিৎ এবং শুভশ্রী করোনা আক্রান্ত হয়েছেন। শুটিংয়ে উপসর্গ দেখা দেওয়ার পরই টেস্ট করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন চৈতি। বাড়িতে তাঁর বৃদ্ধা মা রয়েছেন। ছেলে রয়েছে। ফলে বাড়িতে থাকলেও সব রকম সাবধানতা অবলম্বন করে রয়েছেন। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলছেন তিনি। তবে মানুষ সচেতন না হলে, টেস্ট না করালে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী।





