Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ছে করোনা-সংক্রমণ, আপাতত বন্ধ হল অজয় দেবগণ অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এর শুটিং

ছবির শুটিং জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছিল। এপ্রিলের শেষের দিকে অজয় দেবগণকে নিয়ে দ্বিতীয় ভাগের শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় শুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা।

বাড়ছে করোনা-সংক্রমণ, আপাতত বন্ধ হল অজয় দেবগণ অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এর শুটিং
অজয়-রাকুল-সিদ্ধার্থ
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 11:45 AM

সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ। স্বাভাবিকভাবে বলিপাড়াতেও করোনা থাবা বসিয়েছে। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রযোজকরাও পিছিয়ে আসছেন। তাঁরা এই মুহূর্তে ছবি রিলিজ করতে চাইছেন না। বেশ কিছু ‘বিগ টিকিট মুভি’-র রিলিজ পিছিয়ে গিয়েছে। এমনকী ছবির শুটিং করাও সম্ভব হচ্ছে না। শুটিং মানেই প্রচুর লোকের ভিড়। একসঙ্গে এত লোক নিয়ে শুটিং করা এখন মুশকিল।

বলিপাড়ায় নতুন করে আরও একটি ছবির শুটিং বন্ধ হল।অজয় দেবগণ অভিনীত ‘থ্যাঙ্ক গড’-এর শুটিং আপাতত পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। ছবির শুটিং জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছিল। অজয় দেবগণ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং। পরিচালনায় ইন্দ্র কুমার। দুই ভাগে শুটিং করার পরিকল্পনা ছিল। প্রথম ভাগের শুটিং শেষ। সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকপল প্রীতকে নিয়ে শুটিং করেছেন পরিচালক। এপ্রিলের শেষের দিকে অজয় দেবগণকে নিয়ে দ্বিতীয় ভাগের শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় শুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। ছবির অন্যতম প্রযোজক আনন্দ পণ্ডিত জানিয়েছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার ওপর নির্ভর করে নতুন করে শুটিং শুরু করার কথা ভাববেন। আপাতত গোটা টিমের সুরক্ষার কথাই তাঁরা ভাবছেন।

আরও পড়ুন:সাজিদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ওয়াজিদ খানের স্ত্রী

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই করোনা পরিস্থিতির জন্য শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিংও পিছিয়ে গিয়েছে। যদিও ইম্পা কম সংখ্যক টেকনিশিয়ান নিয়ে শুটিং চালু রাখার আর্জি জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে।