সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও স্ত্রী চারু আসোপার বৈবাহিক অশান্তির কথা আর অজানা নেই। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেও শেষ মুহূর্তে সরে এসেছিলেন ঠিকই, কিন্তু কিছু দিন আগেই চারু অভিযোগ করেন, রাজীব নাকি তাঁকে সামাজিক মাধ্যমে ব্লক করে দিয়েছেন। তবে এরই মধ্যে খারাপ খবর। হাসপাতালে ভর্তি চারু ও রাজীবের একরত্তি, জিয়ানা সেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সে।
যদিও মা জানিয়েছেন গত তিন দিনের তুলনায় একটু ভাল আছে ছোট্ট জিয়ানা। চারু লেখেন, “আমার ইনস্টাগ্রাম পরিবার, আপনাদের সকলকে জানাই অবশেষে তিন দিন পর আমার ছোট্ট সোনা একটু ভাল আছে। দুদিন আগে ওর ডেঙ্গু হয়। ও আমার সাহসী মেয়ে। দুদিনে প্রচুর কষ্ট পেয়েছে। তবে এখন ও সুস্থ হচ্ছে।” পাশাপাশি যে হাসপাতালে মেয়ে ভর্তি রয়েছে, সেই হাসপাতালের চিকিৎসকদেরও ভুয়সী প্রশংসা করেন চারু। যদিও রাজীব এই মুহূর্তে কোথায় তা জানা যায়নি।
পুজোর সময়েও একসঙ্গে ছবি দিয়েছিলেন ওঁরা। জমিয়ে উদযাপন করেছিলেন দুজনেই, কিন্তু পুজো শেষ হতেই শোনা যায় রাজীবের সঙ্গে আবারও থাকছেন না চারু। এর আগে চারুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছিলেন রাজীব। বলেছিলেন, প্রথম বিয়ে লুকিয়ে গিয়েছেন চারু। যদিও চারু এই ঘটনাকে একেবারেই অস্বীকার করে দাবি করেছিলেন সবটা জানিয়েই রাজীবের সঙ্গে বিয়ে হয় তাঁর। তিনি বলেন, “সকলেই জানেন বিয়ের পর থেকেই আমাদের মধ্যে নানা সমস্যা হচ্ছিল। আমি আর পারছিলাম না। বহুবার সুযোগ দিয়েছিলাম ওঁকে। সুযোগ দিতে দিতে তিন বছর কেটে গিয়েছে। আর নিতে পারছি না। আমাদের সম্পর্কে আর কিছু বাকি নেই। আমি চাই না আমাদের মেয়েও এই তিক্ত সম্পর্কের মধ্যে দিয়ে বেড়ে উঠুক।” যদিও শেষ মুহূর্তে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তাঁরা, জানিয়েছিলেন মেয়ের জন্যই এই সিদ্ধান্ত। মেয়ের অসুস্থতা কি আবারও এক করবে তাঁদের? উত্তর দেবে সময়।