সলমন ভক্তদের জন্য দুঃসংবাদ। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন ভাইজান। বর্ষা যেতে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে ডেঙ্গির সংক্রমণ। মশা বাহিত এই রোগের জন্য সতর্কতাও জারি প্রতিটি এলাকাতে। এবার এই রোগের আক্রান্ত হয়ে পড়লেন বলিউড স্টার সলমন খান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বিগ বস-এর শো নিয়ে। দীর্ঘদিন ধরে এই রিয়ালিটি শো-এর সঞ্চালক তিনিই। তবে শো শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন সলমন খান। এবার উপায়! কে করবে এই শো সঞ্চালনা! অন্য কোনও খানের কাছেই কী তবে যাবে প্রস্তাব!
না, খান নয়, নিজেই বার্তা পাঠালেন করণ জোহরের কাছে। সঞ্চালক হোক কিংবা বিচারক নিজেকে বারে বারে প্রমাণ করেছেন করণ জোহর। সেই সূত্রেই এবার তার কাছেই ডাক গেল বিগ বস রিয়েলিটি শো এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের। যদিও কারণ জোহার না বলেননি। ওটিটি প্লাটফর্মে ইতিমধ্যেই বিগ বসের সঞ্চালক হিসেবে কাজ করেছেন তিনি। ফলে তিনি অভিজ্ঞ-এ নিয়ে কোন দ্বিমত নেই। পাশাপাশি এটাও সত্য যে ভাইজানের ডাক ফেরায় এত ক্ষমতা কার।
অতীতে যখন বিভিন্ন চরিত্রের প্রস্তাব থেকে সলমন খানকে বাদ দেওয়া হচ্ছিল, তখন কুছ কুছ হোতা হে ছবিতে তাকে জায়গা করে দিয়েছিলেন খোদ করণ জোহার। ফলে খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি মোটেও তৈরি হয়নি করণের জন্য। অন্যদিকে কালার্সের তরফ থেকে এতই মোটা অঙ্কের একটি চেক হাতে ধরিয়ে দেওয়া হয়েছে করণের যে তিনি শত ব্যস্ততার মধ্যেও এই প্রস্তাব আর ফেরাতে পারলেন না। একদিকে যখন বিগ বস চলছে এই পালাবদল পর্ব, তখনই অন্যদিকে সলমন ভক্তদের উরেছে রাতের ঘুম। কেমন আছেন সলমন খান তার উত্তর মেলেনি। তবে তার দ্রুত আরোগ্য কামনাতেই মরিয়া ভক্ত মহল।