TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 22, 2022 | 11:17 AM
কেমন ছিল শ্রীদেবী ও বনি কাপুরের সম্পর্ক! শ্রীদেবীর মৃত্যুর পর পরই তা নিয়ে শুরু হয়ে যায় জল্পিনা। খোদ শ্রীদেবীর কাকাই জানিয়েছিলেন, শ্রীদেবী মোটেও সুখী ছিলেন না। কম বেশি সকলেই তা নিয়ে কথাও বলতেন।
সূত্র মারফত খবর ছড়িয়ে পড়ে বিটাউনে, বনি কাপুর শ্রীদেবীর গহনাও চেয়েছিলেন একবার বিক্রি করার জন্য। কিন্তু তেমনটা বাস্তবে ঘটতে দেননি খোদ শ্রীদেবী। এই নিয়েও না কি চলত বচসা। তবে বাবা মা কে নিয়ে এমন মন্তব্যে এবার জল ঢাললেন শ্রীদেবী কন্যা।
জাহ্নবী কাপুর প্রথম থেকেই স্পষ্টই জানিয়ে দেন যে তাঁর মা ও বাবার মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান ছিল। তিনি তা দেখেই বড় হয়েছেন। তিনিও চান তাঁর সঙ্গে তঁর স্বামীর সম্পর্কও যেন এমনই হয়।
তিনি যা বলেন তাতে রঙ চরিয়ে আরও বাড়িয়ে বাড়িয়ে লেখা থাকে। যদিও নিজেই আবার জাহ্নবী বলেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। এখন আর এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে ভাল কাজ করতে চান জাহ্নবী।
জাহ্নবী কাপুর জানান, তাঁর সম্পর্কে যে ধরনের মন্তব্য ভাইরাল হতে দেখা যায়, সেই কথাগুলো কি আদৌ তিনি বলেছেন! তাঁর বিষয় যা যা লেখা হয়, তা দেখে তিনি এক কথা অবাক, বলেন তাঁকে ঠকানো হচ্ছে।