বেআইনিভাবে বিগ বস সম্প্রচার করলে এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। সম্প্রতি হাইকোর্ট এই রিয়্যালিটি শো-এর ব্যবসার স্বার্থে এমনই রায় দিল। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় টেলিভিশনের নানা সিরিয়াল থেকে শুরু করে রিয়্যালিটি শো-এর পর্ব বেআইনিভাবে সম্প্রচার হয়ে থাকে। যার ফলে টেলিভিশন দুনিয়ায় সিরিয়ালের টিআরপি-র পতনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও কমে যাচ্ছে ভিউ। যা সরাসরি প্রভাব ফেলে প্রযোজনা সংস্থার ব্যবসার উপর। ব্যবসার এই ভয়ানক ক্ষতি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল বিগ বস। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। শুরু হতে চলেছে সলমন খান সঞ্চালিত সর্বাধিক চর্চিত রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৭।
আর তা সম্প্রচার হওয়ার ঠিক আগেই কড়া আইনি নিরাপত্তায় বেঁধে ফেলা হল শো-কে। অর্থাৎ এই শো সম্প্রচার হওয়ার পর তা যদি কোনও ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় বেআইনিভাবে সম্প্রচার করা হয়, তবে তাদের মোটা টাকা জরিমানা কিংবা বড় ক্ষতিপূরণ দিতে হবে। জিও সিনেমায় এই রিয়্যালিটি শো নিয়মমাফিক সম্প্রচারিত হয়। যার ফলে বিগ বস দেখতে হলে সাবস্ক্রিবেশন-এর মাধ্যমে এই জিও সিনেমার সদস্য হয়ে উঠতে হয়। তবে এই রিয়্যালিটি শো-এর বিভিন্ন পর্ব যদি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে তবে দর্শক আলাদা করে সাবস্ক্রিবশন নিয়ে জিও সিনেমায় কেন বিগ বস দেখবেন?
এই মর্মে এবার কড়া পদক্ষেপ নিল টিম বিগ বস। রিয়্যালিটি শো-এর ব্যবসার সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন বেআইনি সম্প্রচারে থাবা বসালো বিগ বস। এই নোটিসে আগাম সতর্ক করে দেওয়া হল সমস্ত ওয়েবসাইটকে, অনেকেরই সাইটের ডোমেন নাম বিগ বস হওয়ার কারণে তারা এই শো-এর বিভিন্ন পর্ব সম্প্রচার করে থাকত, এবার থেকে এমনটাও করা যাবে না বলেই নির্দেশ এল দিল্লি হাইকোর্ট থেকে।