New Serial Balijhor: ‘ধুলোকণা’র মা-মেয়ে ময়না-প্রীতির এখন ‘বালিঝড়’-এ সতীন সম্পর্ক!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 11, 2023 | 12:57 PM

Moyna-Preeti Chemistry: 'ধুলোকণা'য় ময়না এবং প্রীতিকে দেখা যায় মা-মেয়ের চরিত্রে। 'বালিঝড়'-এ দেখা যায় সতীন চরিত্রে। এ এক বিচিত্র খেলা।

New Serial Balijhor: ধুলোকণার মা-মেয়ে ময়না-প্রীতির এখন বালিঝড়-এ সতীন সম্পর্ক!
ময়না এবং প্রীতি...

Follow Us

‘ধুলোকণা’ সিরিয়ালে মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্য়ায় এবং প্রীতি বিশ্বাস। প্রীতির চরিত্রটি ছিল বেশ অন্যরকম। মানসিকভাবে অন্যরকম এক মেয়ের চরিত্র ছিল সেটি। যাঁর মানসিক বয়স বাড়েনি। কিন্তু সে দারুণ ভাল গান করে। সেই সিরিয়াল বন্ধ হয়েছে টিআরপিতে ভাল পারফর্ম করা সত্ত্বেও। ধারাবাহিকের লেখিকা-প্রযোজক লীনা গঙ্গোপাধ্য়ায় TV9 বাংলাকে বলেছিলেন, “গল্প শেষ হলে, কিছু আর বলার না থাকলে সেটা বন্ধই করতে হয়। নতুন গল্পের সূচনা করতে হয়।” সেই নতুন গল্পের সূচনা করলেন লীনারা। সিরিয়ালের নাম ‘বালিঝড়’।

এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের গল্প। ৩ বছরের বিরতি নিয়ে পর্দায় ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্য়ায়। প্রথম এপিসোড শুরুই হয়েছে তাঁর সংলাপে। সেই সিরিয়ালে ফের ময়না এবং প্রীতিকে পাওয়া গেল এবং পাওয়া গেল এক্কেবারে এক অন্য অবতারে। এমন অবতারে, যা ভাবাই যায় না। মা-মেয়ে থেকে এক্কেবারে সতীন সম্পর্ক!

যেহেতু রাজনৈতিক পরিবারের গল্প, তাই তাতে রয়েছে এ ডাকসাইটে রাজনীতিকের চরিত্র। সেই চরিত্রের নাম সমুদ্র সেন। অভিনয় করেছেন ভরত কল। তাঁর স্ত্রীর চরিত্রে ময়না মুখোপাধ্য়ায়। এবং প্রীতিতে দেখা যাচ্ছে পলি ম্যাডামের চরিত্রে। গায়ে জ্বালা ধরানো এক চরিত্র। পলি আসলে মিনিস্টার সমুদ্রর পিএ (পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট)। এতটাই ‘পার্সোনাল’ভাবে সে মন্ত্রীর সঙ্গে মেলামেশা করে এবং সংসারের সকল প্রকার বিষয়ে হস্তক্ষেপ করে, যেন মনে হয় সে-ই এই বাড়ির মালকিন। মন্ত্রীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সে। স্ত্রীর উপস্থিতিতে তাকে তার ঘরে নিয়ে যায় পোশাক পরিবর্তন করানোর জন্য। দর্শকের মনে হতেই পারে, গায়ে পড়া কিংবা ছেলেধরা গোছের সুবিধেবাদী মহিলা। পলি ম্যাডামের এ হেন আচরণ আবার সমর্থন করে পরিবারের কেউ-কেউ। বিশেষ করে মন্ত্রী মা। সেই চরিত্রেই অভিনয় করছেন মাধবী মুখোপাধ্যায়। এই ভাবেই গল্প শুরু হয়েছে ‘বালিঝড়’-এর।

Next Article