আজীবন ব্যাচেলার ট্যাগ অবশেষে ঘুচতে চলেছে সলমন খানের জীবনে? সম্পর্কে রয়েছেন তিনি! রিয়ালিটি শো’র মঞ্চে এরকমটাই শোনা গেল খোদ সলমনের মুখ থেকে। প্রকাশ্যেই জানালেন তিনি ‘কমিটেড’।
বিগবসের গ্র্যান্ড ফিনালে চলছে। সেখানেই হাজির হয়েছিলেন শেহনাজ গিল। শেহনাজ পরিচিত পঞ্জাবের ক্যাটরিনা কাইফ হিসেবে। এদিকে ক্যাটরিনা সম্প্রতি বিয়ে করেছেন ভিকি কৌশলকে। ভিকি কৌশল পঞ্জাবি। শেহনাজ ওই মঞ্চেই হাসতে হাসতে সলমনকে বলেন, “আমি এখন আর পঞ্জাবের শেহনাজ গিল নই, আমি এখন গোটা ভারতের শেহনাজ গিল, কারণ, ক্যাটরিনা নিজেই এখন পঞ্জাবের।”
এ কথায় সম্মতি জানাতেই আচমকাই শেহনাজ সলমনের উদ্দেশে বলেন, “স্যর আপনি কিন্তু খুশি থাকবেন।” সলমনের সঙ্গে যে ক্যাটরিনার একদা প্রেম ছিল এ কথা কে না জানে! শেহনাজ সে দিকে ইঙ্গিত করেই পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে ওঠেন, “আমি বেশি বলে ফেলছি না তো। স্যর আপনি সিঙ্গলই অনেক বেশি মানায়।”
এর পরেই সলমনের স্বীকারোক্তি। কিছুক্ষণ চুপ করে তিনি বলেন, “হ্যাঁ যখন সিঙ্গল হয়ে যাব তখন নিশ্চয়ই আরও বেশি মানাবে।” সলমনের কথা শেষ না হতে হতেই পাল্টা ভাইজানকে চেপে ধরেন শেহনাজ। সটান প্রশ্ন করে বসেন, “ওহ তার মানে আপনি সিঙ্গল নন!” নেটিজেনদের একাংশের অনুমান পাব্লিসিটি স্টান্ট অথবা নিছক মজার জন্যই এমন উক্তি ভাইজানের। যদিও সলমন ভক্তদের অনুমান ইউলিয়া ভন্তুরকে নিয়ে বিগত বেশ কিছু বছর ধরে সম্পর্কে গুঞ্জনকেই অস্ফুটে নাকি শিলমোহর দিলেন ভাইজান। সত্যিই কি তাই? ভাইজানের জীবনে আবারও বসন্ত? আলোচনা চলছেই…।