একগুচ্ছ নতুন ধারাবাহিক শুরু হয়েছে সব চ্যানেলেই। আরও এক বৃহস্পতিবারের আগমন। আগমন টিআরপি চার্টেরও। কে হল এই সপ্তাহে প্রথম? ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’ নাকি ‘অনুরাগের ছোঁয়া’ – প্রথমই বা হল কে? রইল এই সপ্তাহের টিআরপি তালিকা…। না, ‘ফুলকি’ ভাল ফল করলেও ছাপিয়ে যেতে পারেনি ‘অনুরাগের ছোঁয়া’কে। এই সপ্তাহেও প্রথম হয়েছে এই ধারাবাহিক। ওই ধারাবাহিক পেয়েছে ৮.৬। যদিও গত সপ্তাহের থেকে খানিক হলেও নম্বর কমেছে ওই ধারাবাহিকের। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৭। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’।
শুরু থেকেই ধারাবাহিকভাবে এই ধারবাহিকটি ভাল ফল করছে। গত সপ্তাহে সে পেয়েছিল ৭.৭। এই সপ্তাহে নম্বর খানিক কমলেও পুরোপুরি কমেনি। সে পেয়েছে ৭.৩। চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙা বউ’। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। হঠাৎ করেই বিয়ে করেছেন তাঁরা, গিয়েছিলেন মধুচন্দ্রিমাতেও। তাঁদের বিয়ে-হনিমুন কিন্তু টিআরপিতে প্রভাব ফেলেছে ইতিবাচকই। ওই ধারাবাহিক আগের সপ্তাহে পেয়েছিল ৬.৬। এই সপ্তাহে ওই ধারবাহিক পেয়েছে ৬.৭। অর্থাৎ অল্প হলেও ওই ধারবাহিকের নম্বর বেড়েছে। পঞ্চম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। সে পেয়েছে ৬.৬।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে ‘নিমফুলের মধু’, ‘বাংলা মিডিয়াম’ ও ‘এক্কা দোক্কা’। নবম স্থানে রয়েছে ‘পঞ্চমী’। ওই ধারাবাহিকেরও নম্বর কমেছে। গত সপ্তাহে ওই ধারবাহিক পেয়েছিল ৫.৯। এই সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে ৫.৫। ‘পঞ্চমী’র মূল গল্পের পরিবর্তন হয়েছে বেশ কিছু দিন হল। ধারবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন রাজদীপ গুপ্ত। যদিও তিনি ওই ধারাবাহিক থেকে সরে এসেছেন। কেন? কারণ হিসেবে রাজদীপ জানিয়েছেন, গল্পের স্টোরিলাইনের কারণেই এ হেন সিদ্ধান্ত। দশম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। একসময় প্রথম দিকে থাকা ধারাবাহিক হঠাৎ করেই গিয়েছে পিছিয়ে। টিআরপি জানান দিচ্ছে, বিগত বেশ কিছু সপ্তাহের গ্রাফ নিচুর দিকেই। প্রথম দশে এবারেও জায়গা হয়নি সদ্য শুরু হওয়া ধারবাহিক ‘কার কাছে কই মনের কথা’ ও ‘সন্ধ্যাতারা’। ‘গৌরী এল’ও নেই প্রথম দশে। তবে টিআরপির খাতায় কখন যে কোন হিসেবে বদলে যায়, কে জানে?