দীর্ঘ বেশ কিছু মাসের রেকর্ড অবশেষে ভেঙে গেল। এতদিন প্রথম স্থান ধরে রাখলেও এই সপ্তাহে তা হাতছাড়া হল ‘অনুরাগের ছোঁয়া’র। নতুম জায়গা ছিনিয়ে নিল ‘জগদ্ধাত্রী’। টিআরপির রেটিং বলছে, এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে ৮.০। অন্যদিকে মাত্র পয়েন্ট ওয়ানের জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে এই দিব্যজ্যোতি-স্বস্তিকার। সে পেয়েছে ৭.৯। মাথায় হাত তাঁদের ভক্তদের। এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা রেকর্ড হাতছাড়া হওয়ায় মোটেও খুশি নন তাঁরা। ‘জগদ্ধাত্রী’র উপর উগরে দিয়েছেন ক্ষোভ। ফেসবুক খুললেই ছড়িয়ে পড়ছে দীর্ঘশ্বাস। তৃতীয় স্থানেও কিন্তু নেই ‘গৌরী এল’। সে জায়গায় আবার উঠে এসেছে ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহে ‘নিম ফুলের মধু’ পেয়েছে ৭.৮। অন্যদিকে ‘গৌরী’র ঝুলিতে এসেছে ৭.৫। যদিও ওই দুই ধারাবাহিকেরই কিন্তু নম্বর বেড়েছে। প্রতিযোগিতা যে বেশ হাড্ডাহাড্ডি তা বলছে টিআরপির তালিকা।
অন্যদিকে আবার ‘পঞ্চম’ স্থানে রয়েছে ‘পঞ্চমী’। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৬.৪ নম্বর। ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙা বউ’ পেয়েছেন ৬.২। সপ্তম স্থানে আবার জায়গা করে নিয়েছেন বাংলা মিডিয়াম। হঠাৎ করেই ‘খেলনা বাড়ি’ বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। ওই ধারাবাহিকের এই সপ্তাহের প্রাপ্ত নম্বর। ওই ধারাবাহিক পেয়েছে ৫.৭। নবম স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক। ‘মেয়েবেলা’ ও ‘হরগৌরী পাইস হোটেল’– যুগ্ম ভাবে পেয়েছে ৫.৬। অন্যদিকে দশম স্থানে রয়েছে ‘এক্কা দোক্কা’। ওই ধারাবাহিক পেয়েছে ৫.৪।
এই সপ্তাহে প্রথম দশে জায়গা করতে পারেনি মিঠাই। ওই ধারাবাহিকের নম্বর গত সপ্তাহের থেকে কমেছে, সে পেয়েছে ৪,৫। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৪.৯। অন্যদিকে শেষ সপ্তাহে ‘বালিঝড়’এর টিআরপি আরও কম। ওই ধারাবাহিক শেষ হল ২.৫ নম্বর পেয়ে। ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?