এই সপ্তাহে টিআরপি তালিকায় ঘটে গিয়েছে মহাপ্রলয়। বিগত বেশ কিছু মাসের রেকর্ড গিয়েছে ভেঙে। এতদিন ধরে ‘অনুরাগের ছোঁয়া’র একচ্ছত্র আধিপত্য অবশেষে শেষ। প্রথম স্থানে জায়গা করে নিয়েছে আরও এক ধারাবাহিক। আর তা হল ‘জগদ্ধাত্রী’। দুই ধারাবাহিকই এই সপ্তাহের রয়েছে প্রথম স্থানে। প্রাপ্ত নম্বর ৮.০। তবে গত সপ্তাহের তুলনায় দুই ধারাবাহিকেরই নম্বর কমেছে। গত সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ পেয়েছিল ৯.০। অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ পেয়েছিল ৮.৩। এর পরেই রয়েছে গৌরী এল। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.৭। মজার ব্যাপার হল, এই সপ্তাহে শুধুমাত্র প্রথম স্থানেই যে রয়েছে এক জোড়া ধারাবাহিক, এমনটা কিন্তু নয়। ওই একই স্থানে রয়েছে আরও এক ধারাবাহিক। তা হল ‘নিম ফুলের মধু’। তৃতীয় স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। বেশ খানিকটা নম্বর কমেছে ওই ধারাবাহিকেরও। পেয়েছে ৬.৭। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৭.৫।
এর পরেই রয়েছে ‘রাঙা বউ’, পেয়েছে ৬.২। মাত্র .১-এর ফারাক নিয়ে ৬.১ পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘পঞ্চমী’। ষষ্ঠ স্থানে রয়েছে ‘মেয়েবেলা’। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপিতে বেশ ভালই ফল করছে রূপা গঙ্গোপাধ্যায়ের এই কামব্যাক ধারাবাহিকটি। টানটান প্লট আর গল্পের জন্য দর্শকদেরও যা তা ভাল লাগছে, সে প্রমাণ মিলছে টিআরপির তালিকায়। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৫.৮। এর পরেই রয়েছে ‘বাংলা মিডিয়াম’। সম্প্রতি ব্যাংককে শুটিং সেরেছে এই ধারাবাহিক। কিন্তু তা সত্ত্বেও টিআরপির তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছে ওই ধারাবাহিক পেয়েছে ৫.৫। ওই একই নম্বর পেয়েছে ‘গাঁটছড়া’ও। ভাবছেন তো ‘মিঠাই’ কোথায়? এর পরেই জায়গা করে নিয়েছে ‘মিঠাই’। ওই ধারাবাহিক পেয়েছে ৫.৩। সে রয়েছে অষ্টম স্থানে। অন্যদিকে নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘এক্কা দোক্কা’ ও ‘ সোহাগ জল’।
এই সপ্তাহে সব ধারাবাহিকেরই নম্বর কমেছে। নেপথ্যে দায়ী করা যেতে পারে আইপিএলকে। অনেকেই মনে করছেন, সন্ধেবেলায় বাইশগজের দাপটের জন্যই কোনঠাসা সিরিয়াল। আগামী সপ্তাহে কী হবে, এখন সেটাই দেখার। ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?