TRP: টিআরপিতে ফিরে এল ‘মিঠাই’ রাজত্ব, ঘুরে দাঁড়াল ‘জগদ্ধাত্রী’ও, কে রইল কত নম্বরে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 23, 2023 | 2:10 PM

TRP: আরও এক বৃহস্পতিবার, আবারও সামনে টিআরপির ফল। এই সপ্তাহেও প্রথম স্থানে 'অনুরাগের ছোঁয়া'। আগের বারের থেকে একটু নম্বর বেড়েছে তাঁর।

TRP: টিআরপিতে ফিরে এল মিঠাই রাজত্ব, ঘুরে দাঁড়াল জগদ্ধাত্রীও, কে রইল কত নম্বরে?
কে রইল কত নম্বরে?

Follow Us

আরও এক বৃহস্পতিবার, আবারও সামনে টিআরপির ফল। এই সপ্তাহেও প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। আগের বারের থেকে একটু নম্বর বেড়েছে তাঁর। টানটান প্লট, গল্পের নানা মোড়– এই সব মিলিয়েই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্তি ৯.৩। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৯.২। অন্যদিকে দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। তবে ‘অনুরাগের ছোঁয়া’র একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে ধারাবাহিকটি। গত সপ্তাহের থেকে এই সপ্তাহে নম্বর কিছুটা বাড়িয়ে সে পেয়েছে ৯.০। যে কোনও দিন যে ‘অনুরাগের ছোঁয়া’কে টপকে দিয়ে একে চলে আসতে পারে এই ধারাবাহিক, সে আভাসই কি দিচ্ছে? বিগত বেশ কিছু সপ্তাহের মতো এইও সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। অন্যদিকে যুগ্মভাবে চতুর্থ হয়েছে ‘খেলনা বাড়ি’ ও ‘নিম ফুলের মধু’।

এই সপ্তাহে বেশ ভাল ফল দেখিয়েছেন রাঙা বউ। গৌরব ও শ্রুতির জুটি যে দর্শকের ভাল লেগেছে তা বুঝিয়ে দিচ্ছে টিআরপির নম্বর। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৭.৬। অন্যদিকে একদা টপার ‘গাঁটছড়া’ এখন ষষ্ঠ স্থানে। পেয়েছে ৭.১। তবে চমকে দেওয়ার মতো গল করেছ মিঠাই। গত দুই সপ্তাহ ধরে প্রথম দশেও জায়গা হয়নি তার। অনেকেই মনে করছিলেন মিঠাই রাজত্ব বুঝি শেষ। তবে সে যেন ফিনিক্স। নিভে গিয়েও জ্বলে ওঠে। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৭.০। গত সপ্তাহে পেয়েছিল ৬.০। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘বাংলা মিডিয়াম’, ‘মেয়েবেলা’ ও ‘পঞ্চমী’। হাইবাজেট সিরিয়াল পঞ্চমীর এই দিন দিন পিছিয়ে পড়া আদপে যে চ্যানেলের জন্য ভাল না তা বলাই বাহুল্য।

কিছু দিন আগে পর্যন্তও একটা ট্রেন্ড দেখা গিয়েছিল টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছিল না। তবে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’ ও ‘গৌরী এল’ সেই ট্রেন্ডকেই যেন ভুল প্রমাণ করছে। কিন্তু টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?

 

অনুরাগের ছোঁয়া- ৯.৩
জগদ্ধাত্রী- ৯.০
গৌরি এল ৮.৬
খেলনা বাড়ি/ নিম ফুলের মধু- ৮.৪
পঞ্চম- রাঙা বউ ৭.৬

Next Article