Tolly Gossip: ঊর্ধ্বাঙ্গ অনাবৃত? রণিতা দাসের বোল্ড ফটোশুটে হইচই

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 05, 2023 | 1:46 PM

Tolly Gossip: রণিতা দাস--- ছোট পর্দার বাহামনি তিনি। রণিতার বোল্ড ফটোশুট নিয়ে আগেও হয়েছে চর্চা। হয়েছেন ট্রোল্ড, নেতিবাচক মন্তব্যে ভরেছে মন্তব্য বক্স।

Tolly Gossip: ঊর্ধ্বাঙ্গ অনাবৃত? রণিতা দাসের বোল্ড ফটোশুটে হইচই
রণিতা দাস।

Follow Us

 

রণিতা দাস— ছোট পর্দার বাহামনি তিনি। রণিতার বোল্ড ফটোশুট নিয়ে আগেও হয়েছে চর্চা। হয়েছেন ট্রোল্ড, নেতিবাচক মন্তব্যে ভরেছে মন্তব্য বক্স। তবে সে সবে থোড়াই কেয়ার তাঁর। ফের একবার সাহসী ছবিতে উষ্ণ রণিতা। খোলা চুল, হালকা টাচআপ আর হট প্যান্ট— ছবি পোস্ট করে রণিতা লেখেন,”উইকেন্ড আর কনফিউশন যখন একসঙ্গে মিশে যায়।” নেটিজেনদের প্রশ্ন, ‘ঊর্ধ্বাঙ্গ কি অনাবৃত তাঁর?” যদিও ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, কালো স্প্যাগেটিতে নিজেকে মুড়েছেন রণিতা। তবে নেতিবাচক মন্তব্যে বাঁচতে তিনি খুব একটা রাজি নন। জীবন কাটান নিজের শর্তে।

ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দাতেও কাজ করছেন রণিতা। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ও ‘কাঞ্চনজঙ্ঘা’তে দেখা গিয়েছে তাঁকে। যদিও ওই দুটি ছবিই বক্স অফিসে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এছাড়াও কাজ করেছেন বেশ কিছু ওয়েব সিরিজে। টেলিপাড়ার আর এক অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন রণিতা। তবে তাঁদের যে ব্রেকআপ হয়েছে সে কথা এই মুহূর্তে টলিপাড়ার ওপেন সিক্রেট। এর আগে সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্টও করতে দেখা গিয়েছিল তাঁকে।

তাঁদের সম্পর্কের অবস্থান জানতে টিভিনাইন বাংলা যোগাযোগও করেছিল তাঁদের সঙ্গে। কী বলেছিলেন তাঁরা? রণিতা বলেছিলেন, “আমি আমার সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। কাজ নিয়ে প্রশ্ন করলে আমি যতটা ভোকাল, সম্পর্ক আমার কাছে অত্যন্ত ব্যক্তিগত।” অন্যদিকে সৌপ্তিকও হেসে এড়িয়ে গিয়েছিলেন এই গুঞ্জন। যদিও গুঞ্জন থামেনি। সে যাই হোক, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের মধ্যে দিয়েই টেলিপাড়ায় ডেবিউ হয়েছিল তাঁর। যদিও মাঝপথে ওই ধারাবাহিক ছেড়ে দেন ‘বাহা’। এ নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি। যদিও সে সব এখন অতীত। জীবন এগিয়ে গিয়েছেন নিজের শর্তে।

Next Article