Bengali Serial TRP: টিআরপিতে অবাক কাণ্ড ‘অনুরাগের ছোঁয়া’র, ‘মিসিং ডায়েরি’ দায়ের ‘মিঠাই’য়ের নামে!
Bengali Serial TRP: গত সপ্তাহের পঞ্চম স্থানে ছিল ধারাবাহিক 'খেলনা বাড়ি'। তবে এই সপ্তাহে তার পদন্নোতি ঘটেছে। বেশ কিছুটা নম্বর বাড়িয়ে সে উঠে এসেছে চতুর্থ স্থানে। পেয়েছে ৭.৮।
আরও এক বৃহস্পতিবার। প্রকাশ্যে টিআরপির তালিকা। প্রতি সপ্তাহেই যেন নতুন খেলা দেখাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’। নিজেই যেন হয়ে উঠছে নিজের প্রতিদ্বন্দ্বী। টানটান প্লট আর জোরালো স্ক্রিপ্টের হাত ধরে গত সপ্তাহের অঙ্ককেও ছাড়িয়ে গিয়েছে ধারাবাহিকটি। এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৯.৬। গত সপ্তাহের থেকে বেশ কিছুটা নম্বর বেড়েছে ওই ধারাবাহিকের। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.৮। যদিও টিভিনাইন বাংলাকে ধারাবাহিকটির মুখ দিব্যজ্যোতি দত্ত জানিয়েছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার নাকি বন্ধ রয়েছে ধারাবাহিকের শুটিং। সেটের অধিকাংশই নাকি জ্বরে আক্রান্ত। দিব্যজ্যোতির নিজের শরীরও একেবারেই ভাল নেই। যদিও টিআরপি কিন্তু তা বলছে না। অন্যদিকে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। পেয়েছে ৮.৭। গত সপ্তাহের তুলনায় কিছুটা নম্বর বেড়েছে ওই ধারাবাহিকের। গত সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছিল ৮.৬। তৃতীয় স্থানে ‘গৌরী এলো’। প্রাপ্ত নম্বর ৮.২। এই ধারাবাহিকেরও নম্বর বেড়েছে খানিকটা।
গত সপ্তাহের পঞ্চম স্থানে ছিল ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। তবে এই সপ্তাহে তার পদন্নোতি ঘটেছে। বেশ কিছুটা নম্বর বাড়িয়ে সে উঠে এসেছে চতুর্থ স্থানে। পেয়েছে ৭.৮। অন্যদিকে ওই একই নম্বর পেয়ে একই স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। পঞ্চম স্থানে রয়েছে তিয়াসা লেপচা ও নীল ভট্টাচার্যের ধারাবাহিক বাংলা মিডিয়াম। ওই জুটি যে আবারও হিট তা যেন প্রমাণ করে দিয়েছে ওই ছবি। ষষ্ঠ স্থানে রয়েছে হাইবাজেট ধারাবাহিক পঞ্চমী। আর সপ্তম স্থানে রয়েছে ‘রাঙা বউ’। প্রাপ্ত নম্বর ৬.৮। রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক ধারাবাহিকও টিআরপিতে বেশ ভালই ফল করেছে। রয়েছে প্রথম দশে। অন্যদিকে মিঠাই ভক্তদের বেজায় মন খারাপ। নামতে নামতে প্রথম দশেও নেই মিঠাই। এই সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। নিন্দুকেরা কটাক্ষ করে বলছেন, এবার নাকি মিসিং ডায়েরি দায়ের করতে হবে ‘মিঠাই’য়ের নামে। যদিও নম্বর কমলেও এখনও পর্যন্ত স্লটে লিডই করছে ওই ধারাবাহিক। ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?
প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.৬)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭)
তৃতীয়- গৌরী এলো (৮.২)
চতুর্থ- খেলনা বাড়ি / নিম ফুলের মধু (৭.৮)
পঞ্চম- বাংলা মিডিয়াম (৭.২)