TRP: অনুশ্রীর আগমনে ‘মেয়েবেলা’র টিআরপি কি বাড়ল? প্রথম স্থানে কে এল?
TRP: বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই বাংলা সিরিয়ালের কপালে খাঁড়া । টিআরপি বেশ কিছুটা কমছে সব ধারাবাহিকেরই। নেপথ্যে দায়ী আইপিএল। এই সপ্তাহে কে প্রথম স্থানে? 'অনুরাগের ছোঁয়া' নাকি 'জগদ্ধাত্রী' কে রইল প্রথম স্থানে? রূপা গঙ্গোপাধ্যায় চলে যাওয়ায় 'মেয়েবেলা'র টিআরপি কি বাড়ল নাকি কমল?
বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই বাংলা সিরিয়ালের কপালে খাঁড়া । টিআরপি বেশ কিছুটা কমছে সব ধারাবাহিকেরই। নেপথ্যে দায়ী আইপিএল। এই সপ্তাহে কে প্রথম স্থানে? ‘অনুরাগের ছোঁয়া’ নাকি ‘জগদ্ধাত্রী’? রূপা গঙ্গোপাধ্যায় চলে যাওয়ায় ‘মেয়েবেলা’র টিআরপি কি বাড়ল নাকি কমল? দেখে নেওয়া যাক এক নজরে। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল ‘অনুরাগের ছোঁয়া’। তার আগের দুই সপ্তাহে অবশ্য সেই স্থান দখল করেছিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজি নয়। যুগ্ম ভাবে প্রথম হয়েছে জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া। ওই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৮। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। সে পেয়েছে ৭.৫। তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। গৌরী এলোর থেকে পয়েন্ট ৫ নম্বর কমে গিয়েছে তার। সে পেয়েছে ৭.০।
গত সপ্তাহে ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ছিল ৭.২। চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙা বউ’। ধারাবাহিকটি পেয়েছে ৬.১। অন্যদিকে পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ ও ‘এক্কা দোক্কা’। ওই দুই ধারাবাহিকই পেয়েছে ৫.৯। ষষ্ঠ স্থানে রয়েছে ‘পঞ্চমী’। আর সপ্তম স্থানে রয়েছে মেয়েবেলা, যে ধারাবাহিকটিকে নিয়েই এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। ওই ধারাবাহিক পেয়েছে ৫.২। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৫.৭। মানে অনুশ্রীর আগমনে নম্বর কিন্তু কমেছে। প্রশ্ন উঠছে, তবে কি নতুন বীথিমাসিকে কিছুতেই গ্রহণ করতে পারছে না দর্শক? এর পরের স্থানে অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। প্রাপ্ত নম্বর ৫.০। অন্যদিকে নবম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। প্রাপ্ত নম্বর ৪.৯। আর দশম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। একদা প্রথম দিকে থাকা এই ধারাবাহিক ক্রমশ পিছিয়ে পড়ছে।উল্লেখ্য শত চেষ্টা করেও ‘রামপ্রসাদ’ কিছুতেই প্রথম দশে জায়গা করতেই পারছে না, তবে এই সপ্তাহে তার কাঁধে জুড়েছে এক নতুন কৃতিত্ব। এতদিন ধরে স্লট লিড করা ‘মিঠাই’কে সে করেছে স্লটচ্যুত। মিঠাই যেখানে পেয়েছে ৩.১, সেখানে রামপ্রসাদ পেয়েছে ৩.৬।
কিছু দিন আগে পর্যন্তও একটা ট্রেন্ড দেখা গিয়েছিল টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছিল না। তবে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’ ও ‘গৌরী এল’ সেই ট্রেন্ডকেই যেন ভুল প্রমাণ করছে। কিন্তু টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?