আবারও একটা সপ্তাহ, আবারও সামনে টিআরপির তালিকা। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ‘অনুরাগের ছোঁয়া’কে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও দেখা গেল সেই একই চেনা চিত্র। এবারেও প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.৩। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছিল ৮.২। অর্থাৎ পয়েন্ট এক বেড়েছে তার। দ্বিতীয় স্থানেই রয়েছে অনুরাগের ছোঁয়া। সে পেয়েছে বেশ খানিকটা কম নম্বর। প্রাপ্ত নম্বর ৭.৮। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। প্রাপ্ত নম্বর ৭.৪। গত সপ্তাহের থেকে কিন্তু গৌরীর নম্বর খানিক কমেছে। প্রশ্ন হল, গত সপ্তাহ থেকে শুরু হওয়া ‘রামপ্রসাদ’ রয়েছে কত নম্বরে? কত নম্বরেই বা ‘মিঠাই’? ‘গাঁটছড়া’তে হয়েছে বিস্তর প্লট পরিবর্তন। সে প্রভাব কি পড়েছে টিআরপিতেও? টিআরপির তালিকা জানান দিচ্ছে, চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। আর পঞ্চম স্থানে রিয়েছে ‘রাঙা বউ’। ওই ধারাবাহিক পেয়েছে ৬.১।
ষষ্ঠ স্থানে রয়েছে মেয়েবেলা। রূপা গঙ্গোপাধ্যায় ওই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। একদিন আগেই সেই খবর সামনে এসেছে। তাঁর চলে যাওয়ায় টিআরপিতে আদপে কোনও প্রভাব পড়ল কিনা তা জানা যাবে আগামী সপ্তাহে। ওদিকে আবার একই নম্বর পেয়ে ওই একই স্থানে রয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। সপ্তম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’। ভাবছেন তো গাঁটছড়া গেল কোথায়? প্লট পরিবর্তন করে খুব বড়সড় কিছু পরিবর্তন হয়নি ওই ধারাবাহিকের নম্বরে। অষ্টম স্থানে রয়েছে ওই ধারাবাহিক। পঞ্চমীও রয়েছে ওই একই স্থানে। অন্যদিকে নবম স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’ ও ‘হরগৌরী পাইস হোটেল’। আর ওদিকে দশম স্থানে জায়গা করে নিয়েছে ‘এক্কা দোক্কা’ ও সোহাগ জল। সেরা দশে জায়গা করতে পারেনি ‘রামপ্রসাদ’ ও ‘মিঠাই’। ওই দুই ধারাবাহিক যথাক্রমে পেয়েছে ৩.৫ ও ৪.১।
ইদানিং এক ট্রেন্ড দেখা গিয়েছে টিআরপির অঙ্কে। কোনও ধারাবাহিকই ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি স্থান ধরে রাখতে পারছে না। তবে টিআরপি বড়ই অদ্ভুত। কখন যে কী হয়, তা বলা মুশকিল। আজ যে নেই প্রথম দশেও কাল সে প্রথম হবে না, কে বলতে পারে?