মঙ্গলবার রাত থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হঠাৎই স্ট্রোক হয় দু’বার ক্যান্সারজয়ী অভিনেত্রীর। সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই আছেন ঐন্দ্রিলা। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।
সূত্র মারফত এও জানা যাচ্ছে, কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। হাসপাতালের জুনিয়র কর্মীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না আইসিইউতে। গতবার ক্যান্সার জয়ী হন ঐন্দ্রিলা। পাশে পেয়েছিলেন তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং পরিবারকে। প্রেমিকার শারীরিক অবক্ষয় দেখে তিনি মানুসিকভাবে ভেঙে পড়েছেন।
বুধবার হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, “স্ট্রোক নিয়ে ভর্তি হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এই মুহূর্তে তিনি ক্লিনিক্যালি স্টেবল আছেন।” অর্থাৎ, এই মুহূর্তে অভিনেত্রীর শারীরিক অবস্থা – তিনি আশঙ্কাজনক, কিন্তু স্থিতিশীল।
ক্যান্সারের সঙ্গে ঐন্দ্রিলার অদম্য লড়াই এক অনুপ্রেরণার নিদর্শন। সকলেই তাঁর মঙ্গল কামনা করেছিলেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। তাঁর হঠাৎ স্ট্রোকের খবর জানতে পেরে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন টলিপাড়ার অনেকেই। দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা।