Aindrila Sharma Hospitalised: ঠিক কী হয়েছে ঐন্দ্রিলার? হাসপাতালের বুলেটিনে প্রকাশিত পুরোটাই…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 03, 2022 | 9:27 PM

Medical Bulletin: ২৪ বছরের তরতাজা-প্রাণশক্তিতে উচ্ছ্বল ঐন্দ্রিলার স্ট্রোক হয়েছে। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে অভিনেত্রীর মেডিক্যাল বুলেটিন।

Aindrila Sharma Hospitalised: ঠিক কী হয়েছে ঐন্দ্রিলার? হাসপাতালের বুলেটিনে প্রকাশিত পুরোটাই...
ঘরের মেয়েকে মনে রাখলেই এভাবেই

Follow Us

উৎকণ্ঠায় কাছের মানুষ ও পরিবার-প্রিয়জন। উৎকণ্ঠায় টলিপাড়ার অনেকেই। বুধবার অচমকাই খবর আসে মঙ্গবার রাতে তড়িঘড়ি হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। ২৪ বছরের তরতাজা-প্রাণশক্তিতে উচ্ছ্বল ঐন্দ্রিলার স্ট্রোক হয়েছে। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে অভিনেত্রীর মেডিক্যাল বুলেটিন।

হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী:
২৪ বছরের ঐন্দ্রিলা শর্মাকে ১ নভেম্বর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। তাঁর শরীরের ডানদিক ঠিকমতো সাড়া দিচ্ছিল না। বারংবার বমি করছিলেন অভিনেত্রী। ফুসফুসে রেট্রোপেরিটোনিয়াল ইউইং সারকোমার মেডিক্যাল হিস্ট্রি আছে তাঁর, সে কথা সকলেরই জানা। মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্টে পাওয়া গিয়েছে, রক্ত জমাট বেঁধেছে অভিনেত্রীর। যে কারণে তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয় সঙ্গে-সঙ্গে। ফ্রন্টোটেম্পোরোপেরিটাল ডিকমপ্রেসিভ ক্র্যানিয়্যাকটমি হয়েছে তাঁর। রক্তপাত হয়েছে। মঙ্গলবারই (১ নভেম্বর) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে অভিনেত্রীকে। আইভি ফ্লুয়িড, অ্যান্টিবায়োটি, স্টেরয়েডস এবং অন্যান্য কঠিন ওষুধ দেওয়া হয়েছে। যাবতীয় পরীক্ষা চলছে তাঁর। এখনও পর্যন্ত ২ ইউনিট পিআরবিসি দেওয়া হয়েছে।

অর্থাৎ, পুরোপুরি ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এই মুহূর্তে নিউরো-আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন ঐন্দ্রিলা। তাঁকে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড দেওয়া হচ্ছে।‌ দেওয়া হচ্ছে দুই ইউনিট রক্ত‌। প্রয়োজনমতো তাঁর অসুস্থতার সঙ্গে সম্পর্কিত সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। অভিনেত্রীর রক্তচাপ ১১০/৭০। হৃৎস্পন্দন প্রতি মিনিটে ১১২। সব মিলিয়ে চিকিৎসক বিজ্ঞানের পরিভাষায় অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সঙ্কটজনক, শরীরে অক্সিজেনের মাত্রা ১০০%…

দু-দু’বার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ২৪ বছরের এই ছোট্ট সময়ের মধ্যে দু’বারই মারণরোগ ক্যান্সারকে হারিয়েছেন সাহসের সঙ্গে। সেই যাত্রায় পাশে পেয়েছেন তাঁর প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং পরিবারকে। তাঁর আকস্মিক শারীরিক অবনতিতে দুশ্চিন্তার প্রহর গুনছেন প্রত্যেকেই। ঐন্দ্রিলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, সেই কামনা করে TV9 বাংলা।

Next Article