গুরুতর জখম টেলিভিশনের জনপ্রিয় মুখ হানি বাফনা। বাড়িতেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। কী ঘটেছে তাঁর সঙ্গে? টিভিনাইন বাংলাকে হানি জানান, গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। চেয়ারে উঠে একটা জিনিস নামাচ্ছিলেন তিনি। হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে পড়ে যান তিনি। পাশেই ছিল কাচের টেবিল। সেখানেই ডান হাতে লেগে তা তো ভেঙে যাই, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তাঁর হাতও। হানির কথায়, “কুড়িটা সেলাই পড়েছে। হাত তুলতে পারছি না। এত ব্যথা। ডান হাতের মাংসপেশীর অংশ ছিড়ে গিয়েছে। কাল অপারেশন হবে।” হানি জানিয়েছেন, কোনওভাবেই এই মুহূর্তে শুটিংয়ে যেতে পারবেন না তিনি। কবে থেকে যেতে পারবেন তা এখনই বলতে পারছেন না তিনি।
প্রসঙ্গত, কিছু দিন আগেই শুরু হয়েছে হানির নতুন ধারাবাহিক ‘শ্যামা’। সিরিয়াল শুরু হওয়ার মুখে নায়কের এ হেন দুর্ঘটনার মোটেও খুশির খবর নয়। হানি সুস্থ হয়ে যোগ না দেওয়া পর্যন্ত তাঁর চরিত্রটি কীভাবে এগিয়ে নাওয়া যাওয়া হবে, এখন সেটিই দেখার। এই খবরে দুশ্চিন্তায় হানির ভক্তরা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এমনটাই চাইছেন সকলেই।