Arshiya Mukherjee: অভিনয় করতে করতে নিজের নাম ভুলে গেল ছোট্ট ভুতু

বাংলা ও হিন্দি 'ভুতু'তে অভিনয় করার পর 'রানু পেল লটারি' ধারাবাহিকে অভিনয় করেছিলেন আর্শিয়া। সেখানে তাঁর চরিত্রটি ছিল লক্ষ্মী মায়ের আদলে গড়া।

Arshiya Mukherjee: অভিনয় করতে করতে নিজের নাম ভুলে গেল ছোট্ট ভুতু
শিশু শিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 6:36 AM

সে জনপ্রিয় এক শিশু তারকা। জন্মের কিছু বছর পর থেকেই নয়নেরমণি হয়ে উঠেছে দর্শকের। ধারাবাহিকের নাম ছিল ‘ভুতু’। সেই ধারাবাহিকের ছোট্ট ভূত ভুতুর চরিত্রে অভিনয় করে এতটাই জনপ্রিয় হয়ে গেল, যে বেশ কিছুটা সময় বাংলার গণ্ডি টপকে মুম্বইতেও থাকতে হয়েছিল তাকে। হবে নাই বা কেন ‘ভুতু’ যে তৈরি হয়েছিল হিন্দিতেও। আর্শিয়া মুখোপাধ্যায়। বয়সে শিশু হলেও অভিনয়ে বেশ পাকা। তার অভিনয় শৈলী এতটাই পরিণত, যে অনেকে অনুমান করে বসেছেন, বড় হলে অনেক বড় স্টার হবে এই বালিকা। পরিবার বলতে বাবা-মা ও দিদি। সেই দিদির সঙ্গে সারাক্ষণই খুনসুটি করে বেড়ায় আর্শিয়া। দিদির সঙ্গে রিল তৈরি করতে গিয়ে নিজের নাম ভুলে গিয়েছি সে। নেটিজ়েনরাও দারুণ উপভোগ করেছে বিষয়টা। 

আসলে, প্রতিবারের মতো এবারও দিদির সঙ্গে ‘রিল রিল’ খেলছিল আর্শিয়া। মণিলাল নামের এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছিল সে। যে হঠাৎই নিজের নাম ভুলে যায়। তারপর উত্তেজনার বসে নিজেই নিজের নাম বলে দেয় – মণিলাল। ঠিক যেমনটা ‘শোলে’ সিনেমায় বীরু বলেছিল বসন্তিকে, “বসন্তি তুমহারা নাম কেয়া হ্যায় বসন্তি”। ব্যাপারটা অনেকটা সেরকম। 

বাংলা ও হিন্দি ‘ভুতু’তে অভিনয় করার পর ‘রানু পেল লটারি’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন আর্শিয়া। সেখানে তাঁর চরিত্রটি ছিল লক্ষ্মী মায়ের আদলে গড়া। সেও নানারকমের ম্যাজিক করতে পারত ভুতুর মতো। এরপর একটা দীর্ঘ বিরতি। কিছুদিন আগে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে মীরাবাঈয়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল আর্শিয়া। ইদানিং সে লেখাপড়াতেই মন দিয়েছে বেশি। সেই সঙ্গে রয়েছে তার রিল তৈরি করার আনন্দ। সঙ্গী হিসেবে পেয়েছে দিদিকেও।

আরও পড়ুন: KBC 13: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১০০০তম এপিসোডে দারুণ চমক!