এ যাবৎ বাংলাদেশি ভক্ত কম ছিল না তাঁর। সেই রুবেল দাসই এবার ওপারের ভক্তদের ক্ষোভের মুখে। কারণ একটাই, তাঁদের অভিযোগ বাংলাদেশি ক্রিকেট টিমের অধিনায়ক শাকিব আল হাসানকে অপমান করেছেন রুবেল। চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড-আউট বিতর্ক নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে। এ নিয়ে মন্তব্য রেখেছিলেন রুবেলও। নিজের ফেসবুক প্রোফাইল থেকে অভিনেতা লেখেন, “ছিঃ ছিঃ ছিঃ! বাংলাদেশে ক্রিকেট টিমের লজ্জা হওয়া উচিৎ। কোথায় গেল ক্রিকেটের স্পিরিট? কোথায় গেল স্পোর্টসম্যানশিপ? কোথায় গেল জেন্টলসম্যান গেম? শুধু মাত্র চ্যাম্পিয়ন ট্রফি খেলবে বলে এত নীচে নামতে পারিস তোরা? আর নিজেদের তুলনা করিস ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে?”
এই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা রুবেল মুছে দিলেন দূর্বার গতিতে তা ভাইরাল হয়ে যায়। বাংলাদেশি ক্রিকেট টিমের বিরুদ্ধাচরণ করায় ক্ষিপ্ত হন সে দেশের ভক্তরা। সামাজিক মাধ্যমে চলে বিস্তর তুলোধনা। সে দেশের ভক্তরাও রুবেলকে বয়কটের ডাক দেন। এর পরেই নিজের ইনস্টাগ্রাম থেকে অপর এক পোস্ট করেন রুবেল।
এই মুহূর্তে তিনি ‘নিম ফুলের মধু’ নামক এক ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম সৃজন দত্ত। সেই ধারাবাহিকের লুকে নিজের ছবি শেয়ার করে রুবেল লেখেন, “সৃজন দত্ত ছিল আর থাকবে।” রুবেল আত্মবিশ্বাসী হলেও সমালোচনা কিন্তু কমে যায়নি। এক নেটিজেন তাঁর উদ্দেশে লেখেন, “খাচ্ছিস তো সিরিয়াল করে সেই সিরিয়াল বাংলাদেশ এ অন এয়ার না হলে পেট এ ভাত জুটবে না! আবার বাংলাদেশ কে নিয়ে বড় বড় কথা বলিস। তোরা তো ভারতের পরগাছা তোদের কেউ দামও দেয় না। কথা বলিস বাংলায় তাও আমাদের নিজের রক্ত দিয়ে কেনা এই ভাষা।” আর একজন লেখেন, “সমালোচনা করতেই পারেন, কিন্তু যে ভাষায় আপনি আক্রমণ করেছেন তা মোটেও ঠিক নয়।” যদিও টিআরপি বলেছে এই সপ্তাহে ধারাবাহিকটির নম্বর মন্দ নয়। আগামী সপ্তাহে কী ঘটে এখন সেটাই দেখার।