Shehnaaz Gill: সিদ্ধার্থ অতীত, কার প্রেমে পড়লেন শেহনাজ় গিল, দীপাবলিতেই এল সুখবর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 11, 2023 | 3:03 PM

Shehnaaz Gill New Love: সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজ়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থের মা এবং কিছু কাছের বন্ধু। ধীরে-ধীরে ছন্দে ফিরেছিলেন শেহনাজ়। তাঁকে আগলে রেখেছিলেন খোদ সলমন খান। মুখে হাসি ফিরে পেতে সময় লেগেছিল শেহনাজ়ের। ওজন ঝরিয়েছিলেন বিস্তর।

Shehnaaz Gill: সিদ্ধার্থ অতীত, কার প্রেমে পড়লেন শেহনাজ় গিল, দীপাবলিতেই এল সুখবর
শেহনাজ় গিল।

Follow Us

২০২১ সালে প্রয়াত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা বলিউড। জীবন তোলপাড় হয়ে গিয়েছিল তাঁর প্রেমিকা অভিনেত্রী শেহনাজ় গিলের। বিগ বস ১৩ সিজ়নের অংশগ্রহণকারী ছিলেন শহনাজ়-সিদ্ধার্থ। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেম। সিদ্ধার্থের মৃত্যুর পর হাসতেই ভুলে গিয়েছিলেন শেহনাজ়। তা দেখে দুঃখে ছিলেন শেহনাজ়র অনুরাগীরাও। যে চুলবুলি শেহনাজ়কে দেখে অভ্যস্ত তাঁর অনুরাগীকুল, তাঁরা ফিরে পেতে চেয়েছিলেন সেই চেনা মেয়েটাকে।

এদিকে সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজ়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থের মা এবং কিছু কাছের বন্ধু। ধীরে-ধীরে ছন্দে ফিরেছিলেন শেহনাজ়। তাঁকে আগলে রেখেছিলেন খোদ সলমন খান। মুখে হাসি ফিরে পেতে সময় লেগেছিল শেহনাজ়ের। ওজন ঝরিয়েছিলেন বিস্তর। ওজন কমানো নিয়ে শেহনাজ় বলেছিলেন, “আমার আগের মিষ্টি চেহারাটাই ভালো লাগত। কোনও মেয়েকে মোটা দেখলে তাঁর প্রতি আমার বিতৃষ্ণা জন্মায় না। বরং সেটাই আমার ভালো লাগে।”

সম্প্রতি প্রকৃতির কোলে ঘুরে বেড়ালেন শেহনাজ়। ছবি এবং ভিডিয়ো পোস্ট করে শেহনাজ় যে ক্যাপশন লিখেছেন, তাতে তিনি প্রকৃতির প্রতি তাঁর প্রেমের কথা উল্লেখ করেছেন। যেন দেখে মনে হচ্ছে প্রকৃতিই তাঁর নতুন প্রেমিক। দু’পাশে গাছ-গাছালি। তাঁর মাঝখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছেন শেহনাজ়। তাঁর প্রফুল্ল মুখে হাসি দেখে অনুরাগীদের মনেও শান্তি বিরাজ করছে। তাঁদেরও মনে হয়েছে, শেহনাজ়ের হারিয়ে যাওয়া আনন্দ ফিরে আসছে।

Next Article