ভালবাসার বিয়ে তাঁদের, আগে ভালবেসে ডাকতেন ‘ম্যাডামজি’ বলে। কিন্তু এখন কী বলে ডাকেন? ‘কউন বনেগা ক্রোড়পতি’র সেটে অমিতাভ ফাঁস করলেন সংসারের গোপন কথা। তাঁর শো’য়ে এসেছিলেন বিহার থেকে এক প্রতিযোগী এসেছিলেন সম্প্রতি। তিনি জানান, স্ত্রীকে ভালবেসে ‘ম্যাডাম’ বলে ডাকেন সেই প্রতিযোগী। উত্তরে অমিতাভ বলেন, “আমিও আগে ম্যাডাম বলে ডাকতাম। কাজের ক্ষেত্রে অনেক সুবিধে হয় দেখেছি।” আর এখন? হাসতে হাসতে উত্তর দেন অমিতাভ, “এখন ডাকি দেবীজি বলে। হেসে গেলেন সেই প্রতিযোগীও। অমিতাভকে বলেন, এখন থেকে তিনিও তাঁর স্ত্রীকে ওই নামেই ডাকবেন এবার থেকে।
বিগত বেশ কিছু মাস ধরেই বচ্চন পরিবার নিয়ে রটছে একের পর এক রটনা। শোনা যাচ্ছে বচ্চন বহু ঐশ্বর্যার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি ঘটেছে তাঁদের। কিছু দিন আগেই জন্মদিন ছিল অমিতাভ বচ্চনের। শ্বশুরমশাইকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক ক্রপ ছবি পোস্ট করেন ঐশ্বর্যা। যে ছবিতে উপস্থিত ছিলেন শুধু অমিতাভের নাতি অভিষেক-ঐশ্বর্যা কন্যা আরাধ্যা। ছবি থেকে মেয়ের ঘরের নাতি-নাতনি অগস্ত্যা ও নভ্যা নভেলিকে ছেঁটে ফেলেন তিনি। এর দিন কয়েক পরেই আসে ঐশ্বর্যার জন্মদিন। জন্মদিনে এক স্বামী ছাড়া আর কেউই তাঁকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাননি। আর সেই কারণে শাস-বহু ঝামেলার গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি তাঁদের পরিবারের কেউই। অন্দরে যে কী হচ্ছে সে দিকে নজর সকলেরই।