প্রতি ঘণ্টায় নাকি অনুরাগী কমছে শন বন্দ্যোপাধ্যায়ের!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 09, 2021 | 9:03 AM

ঘটনার সূত্রপাত এক ফেসবুক গ্রুপকে ঘিরে। ওই গ্রুপেরই এক সদস্যর তরফে প্রথম বিষয়টি নজরে আনা হয়।

প্রতি ঘণ্টায় নাকি অনুরাগী কমছে শন বন্দ্যোপাধ্যায়ের!
শন বন্দ্যোপাধ্যায়।

Follow Us

শন বন্দ্যোপাধ্যায়। টেলিপাড়ার হার্টথ্রব। ইন্ডাস্ট্রিতে চলতি কথা, শন যে ধারাবাহিকে অভিনয় করেন তা নাকি ফ্লপ হয় না। ‘আমি সিরাজের বেগম’ থেকে ‘এখানে আকাশ নীল’– একের পর এক সুপারহিট ধারাবাহিক দিয়েছেন তিনি। এ হেন শনের নাকি প্রতি ঘণ্টায় অনুরাগীর সংখ্যা কমে যাচ্ছে! ঠিক কী ব্যাপার? টিভিনাইন বাংলা কথা বলেছিল শনের সঙ্গেও। এ নিয়ে কী প্রতিক্রিয়া তাঁর?

ঘটনার সূত্রপাত এক ফেসবুক গ্রুপকে ঘিরে। ওই গ্রুপেরই এক সদস্যর তরফে প্রথম বিষয়টি নজরে আনা হয়। দু’টি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “দুটো ছবি ভাল করে দেখলে বুঝতে পাবে শন-এর ফলোয়ার দিন দিন কমে যাচ্ছে।” দুই স্ক্রিনশটের তুলনা করে তিনি দাবি করেছেন, প্রতি ঘণ্টায় নাকি ৭ জন করে সদস্য কমে যাচ্ছে শনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ব্যক্তির ওই দাবিকে সমর্থন করে মুহূর্তেই জমা হতে থাকে বহু কমেন্ট। তাঁদেরও একটাই বক্তব্য, এ বিষয়টি নাকি তাঁদেরও চোখ এড়ায়নি।

 

টেকনিকাল সমস্যা নাকি সত্যিই ফলোয়ার হারাচ্ছেন শন? জনপ্রিয়তায় ভাঁটা নাকি অন্য কারণ! টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। তিনি জানান, এ রকমটা যা হচ্ছে তা তাঁর চোখে পড়েনি। হয়তো সংখ্যাটা নেহাতই নগণ্য বলে তিনি খেয়ালও করেননি। তাঁর কথায়, “যদি এরকম হয়েও থাকে আমার আইডিয়া নেই। টেকনিকাল গ্লিচ হতে পারে। অনেক সময় এ রকম ৫-৭ জন কম-বেশি দেখায়ও। তাও হতে পারে। আমি খেয়াল করিনি সেভাবে।” কিন্তু অনুরাগীদের চিন্তার শেষ নেই।

আরও পড়ুন-পহেলগাঁও, সোনমার্গ…প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ভ্রমণ শ্রাবন্তীর ছেলের

‘এখানে আকাশ নীল’-এর পর আবারও পর্দায় ফিরছেন শন। ধারাবাহিকের নাম ‘মনফাগুন’। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে না পড়লে হয়তো এত দিনে টেলিকাস্টও হয়ে যেত প্রথম এপিসোড। সংক্রমণ কিছুটা কমতেই, টেলিপাড়া আবারও শুটের অনুমতি পেতেই, শুরু হয়েছে ওই ধারাবাহিকের শুটিংও। ‘মন ফাগুন’-এই শনের বিপরীতে দেখা যাবে নবাগতা সৃজলাকে। সৃজলার অবশ্য অন্য এক পরিচয়ও রয়েছে। মডেল-অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা রোহন ভট্টাচার্যের প্রেমিকা। নতুন জুটিকে দর্শক কতটা স্বাগত জানাবে, এখন সেটাই দেখার…।

Next Article