Kapil Sharma: সঞ্চালনার টাকায় হচ্ছে না, অভাবের জেরে এবার ব্লগিং করছেন কপিল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 19, 2023 | 1:48 PM

Gossip: কপিল শর্মা, যাঁর মূল পরিচিতিই হল তিনি কমেডিয়ান। যাঁর শো বলিপাড়ায় অন্যতম জনপ্রিয় টকশো। প্রতিটি সংলাপেই যিনি নিজেকে বারে বারে গরিব, কম শিক্ষিত বলে মজা করে থাকেন, তিনি যে ঠিক কত টাকার মালিক তা কিছুদিন আগেই সকলের সামনে ফাঁস হয়ে যায়।

Kapil Sharma: সঞ্চালনার টাকায় হচ্ছে না, অভাবের জেরে এবার ব্লগিং করছেন কপিল

Follow Us

কপিল শর্মা, বরাবরই তিনি দাবি করেন আর্থিক অবস্থা মোটেও নাকি তাঁর ভাল নয়। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ যিনি নিজের দাপটে রাজত্ব করছেন বলিউডে, সেই স্টার এবার লাইভ ব্লগিং শুরু করলেন? ঘুরিয়ে দেখালেন দ্য কপিল শর্মা শেট। মজা করে বললেন, যা আয় তা দিয়ে চলছে না তাঁর সংসার, আর ঠিক সেই কারণেই তিনি নাকি এই লাইভ ব্লগিং শুরু করে দিয়েছেন। তাঁর এই মজার পোস্টে দর্শকদের নজর আটকে। যদিও এই কপিলেরই আয় নেহাতই কম নয়। একটি লাইভ শো করতে তিনি মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। যা নিয়ে কয়েকদিন আগেই চর্চা ছিল তুঙ্গে।

কপিল শর্মা বরাবরই নিজের পরিস্থিতি ও সংসারকে মজার বিষয় করে তোলার চেষ্টা করলেও আদপে যে তিনি ঠিক কতটা দাপুটে কমবেশি অনেকেরই জানা। বাঘাবাঘি সেলেবরা সবার আগে কপিল শর্মা শোকেই বেছে নিয়ে থাকেন তাঁদের ছবির প্রচারের কাজের জন্য। একটি শো করতে যে স্টার ৫ কোটি পারিশ্রমিক নিয়ে থাকেন বলে দাবি করেন পাকিস্তানের এক হাস্যকৌতুল, সেই স্টারকে আর যাই হোক গরিবের তকমা দেওয়া চলে না।

কপিল ইংরেজি বলতে পারেন না, বড়লোকদের আদপকায়দা জানেন না, তবে কীভাবে বিটাউনের অন্দরমহলে তিনি এভাবে রাজ্যত্ব করে চলেছেন? খতিয়ে দেখলে এই সত্যি সামনে আসতে বিন্দুমাত্র সময় লাগবে না যে তিনি মোটের ওপর ৩০০ কোটির মালিক। তাঁর পকেটে যে পরিমাণ অর্থ রয়েছে বলিউডের প্রথম সারিতে থাকা বহু স্টারের সেই পরিমাণ অর্থ নেই বললেই চলে। ফলে কপিল শর্মার সংলাপের এক মুল অংশ মধ্যবিত্ত, যাতে তিনি দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন খুব সহজেই। ২০০৭ সাল থেকে কেরিয়ার শুরু তাঁর। একের পর এক ঝড় বইতে থাকে তাঁর ওপর দিয়ে, তবুও থামেননি কোনওদিন কপিল। ২০১০ সাল থেকে শুরু হয়েছে তাঁর ছবির জগতের সফর। তারপর থেকে সবটাই দর্শকদের সামনে।

 

Next Article