Kapil Sharma: প্রথম পর্বেই শো ঘিরে হতাশ ভক্তরা, কপিল শর্মা শো-এর খামতি কোথায় থাকল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 11, 2022 | 8:03 PM

Talk Show: নতুন সিজনে প্রথম পর্ব শুরু হয়েছে অক্ষয় কুমারকে দিয়েই। আক্কিকে একাধিকবার এই শো-তে আসতে দেখা গিয়েছে। পার্শ্বচরিত্রের তেমন কোনও ছাপ থাকল না এই শো-তে। 

Kapil Sharma: প্রথম পর্বেই শো ঘিরে হতাশ ভক্তরা, কপিল শর্মা শো-এর খামতি কোথায় থাকল

Follow Us

কয়েক মাস ধরে ভক্তদের অপেক্ষার পর, কপিল শর্মা শনিবার রাতে দ্য কপিল শর্মা শো-এর নতুন সিজন শুরু করেছেন। তবে সম্প্রতি কপিল ছিলেন বেশ ব্যস্ত। তাঁর আন্তর্জাতিক শো থেকে ফিরে এসেই শো-এর কাজ শুরু করলেন। অন্যদিকে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর ফিল্ম জুইগাটো নিয়েও খবরের শিরোনামে নাম লিখিয়েছিলেন এই কৌতুক অভিনেতা। শনিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হল কপিল শর্মা শো। এই শো নিয়ে বেজায় উৎসাহী ছিলেন দর্শকেরা। তবে প্রথম শো-এর পরই দর্শকদের মনে এই নিয়ে বেশ আক্ষেপ দেখা দিল। প্রত্যেকের মুখেই একই কথা ছড়িয়ে পড়ছে কপিল শর্মা শো ঘিরে। শো-তে নেই নতুন কিছু। পুরোনো রসিকতা ঠাট্টাই যেন ফিরে আসতে দেখা গেল শো-তে।

নতুন সিজনে প্রথম পর্ব শুরু হয়েছে অক্ষয় কুমারকে দিয়েই। আক্কিকে একাধিকবার এই শো-তে আসতে দেখা গিয়েছে। পার্শ্বচরিত্রের তেমন কোনও ছাপ থাকল না এই শো-তে। এই পর্যায়ে, কপিল শর্মা তাঁর স্ত্রীকে ‘বেহেনজি’ বলে ডাকেন এবং দাবি করেন যে “লকডাউন মে জো ভি হুয়া ভুল গয়া”। ‘বিয়ে’ থেকে পালানোর চেষ্টা করেন নাকি তিনি। খ্যাতিমান কৌতুক অভিনেতা সিদ্ধার্থ সাগরও এই শোতে যোগ দিয়েছেন, এবং তাঁর খোঁচা দিয়ে দর্শকদের হাঁসানোর চেষ্টা এক কথায় ব্যর্থ।

এমনকি এত লোকের মঞ্চে ওঠার পরেও, শো সঞ্চালক কোনও বড় মজার কাহিনি তুলে আনতে ব্যর্থ হয়েছিল, যখন কাটপুটলির টিম মঞ্চে প্রবেশ করেছিল তখনই শোটি বেশ সুন্দরভাবে শুরু হতে দেখা যায়। অক্ষয় এবং কপিলের রসায়ন পর্বের হাইলাইট ছিল পর্বের প্রতিটা অংশে। কারণ তাঁরা খুব সহজেই একে অন্যের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। অভিনেতা সরগুন মেহতা, চন্দ্রচূর সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি সেই আড্ডায় যোগ দেন। যদিও সকলের মতে এই শো এবার আর সেভাবে নজর কাড়তে পারছে না। কারণ আড্ডায় থাকল না নতুনত্ব।

Next Article