কোয়েল মল্লিক যে এ বার স্টার জলসার দুর্গা হচ্ছেন, সে আপনাকে আগেই জানিয়েছিল টিভিনাইন বাংলা। এত দিন জোরকদমে চলছিল শুটিং। এবার প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলের প্রথম লুক। মাথা ভর্তি সিঁদুর। লাল শাড়িতে শরীর ঢাকা অলঙ্কারে। খোলা চুলে তিনি মোহময়ী। তাঁকে দেখে মুখ থেকে কথা সরছে না অনুরাগীদের। একটাই বক্তব্য সকলের, ‘আহা কী স্নিগ্ধ’। চ্যানেলের তরফে প্রকাশ করা হয়েছে এক প্রোমোও। সেখানেও তাঁর তারিফে সাধারণ দর্শক। ২০২১ সালেও দুর্গারূপে দেখা গিয়েছিল কোয়েলকে। এবার তাঁর আবারও দুর্গারূপে হাজির হওয়ার কথা শুনে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোলিং হয়নি। তাঁর বয়স নিয়েও উড়ে এসেছে নানা কটাক্ষ। তবে সে সবকেই যেন কার্যত চুপ করিয়ে দিয়েছে তাঁর এই লুক। মহালয়ার দিন ভোর পাঁচটায় সংশ্লিষ্ট চ্যানেলে অনুষ্ঠিত হবে তাঁর এই মহালয়া। পুরো অনুষ্ঠানটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, একদিকে যখন কোয়েলকে দুর্গা হিসেবে বেছে নিয়েছে সংশ্লিষ্ট চ্যানেলটি অন্যদিকে জি বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে এবার দেখা যেতে চলেছে ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিককে। অন্যদিকে উমা হিসেবে থাকছেন দিতিপ্রিয়া রায়। সব মিলিয়া জমজমাট অনুষ্ঠান সেখানেও। স্টার, জি নাকি অন্য কোনও চ্যানেল? শেষ হাসি হাসবেন কে? দর্শকের হাতেই রয়েছে নম্বর।