Ankita Lokhande: প্রেগন্যান্সির গুঞ্জনে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে, ‘আমি কোনওদিন…’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 08, 2023 | 7:13 PM

Ankita Lokhande: সম্প্রতি রটেছে তিনি নাকি মা হতে চলেছেন। তা নিয়ে কত আলোচনা। এবার সেই আলোচনারই জবাব দিলেন তিনি।

Ankita Lokhande: প্রেগন্যান্সির গুঞ্জনে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে, আমি কোনওদিন...
প্রেগন্যান্সির গুঞ্জনে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে

Follow Us

 

বিয়ে হয়েছে এই মাত্র কয়েক মাস। তা সত্ত্বেও কিছু দিন আগেই কিয়ারা আডবাণীর মা হওয়ার গুঞ্জন রটেছিল বলিপাড়ায়। শুধু কি কিয়ারা? ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই মাঝেমধ্যেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন রটে। এই যেন অঙ্কিতা লোখন্ডে। সম্প্রতি রটেছে তিনি নাকি মা হতে চলেছেন। তা নিয়ে কত আলোচনা। এবার সেই আলোচনারই জবাব দিলেন তিনি। অঙ্কিতা জানিয়েছেন। না তিনি মা হচ্ছেন না। শুধু তাই নয়, এই যে মাঝেমধ্যেই তাঁর মা হওয়ার গুঞ্জন, তা নিয়ে নানা রটনা– এ সব নিয়েও মুখ খুলেছেন তিনি। অঙ্কিতার কথায়, “আমার মনে হয় এটা মিডিয়ায় চলতেই থাকে। আমাকে আর এই সব ভাবিত করে না। কোনও গুঞ্জনই আর আমাকে ছুঁতে পারে না। নিজেকে নিয়ে কত মিম দেখি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পাত্তা দিতে চাই না।” উইকিপিডিয়া বলছে এই মুহূর্তে অঙ্কিতার বয়স ৩৮ বছর। ৪০ ছুঁতে আর খুব বেশি বাকি নেই তাঁর। প্রেগন্যান্সি তথাকথিত আদর্শ সময় প্রায় পার করেই ফেলেছেন তিনি। তা নিয়েও কি চিন্তা হয় না তাঁর? অভিনেত্রীর কথায়, “আমি কোনওদিনও কিছু প্ল্যান করে করিনি। আমার কেরিয়ার থেকে শুরু করে বিয়ে। যা হওয়ার তাই হবে। আর তা ছাড়া ওই যে বলে ‘বায়োলজিক্যাল ক্লক’ তা নিয়েও খুব একটা ভাবি না আমি। যার যখন আসার হবে সে ঠিক আমার কাছে চলে আসবে। ভগবানের যা ইচ্ছে তা ঠিক হবে। কেউ কোনওভাবেই আটকাতে পারবে না।”

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছু বছর সিঙ্গল থাকার পর অবশেষে ২০২১ সালে বিয়ে করেন অঙ্কিতা। তাঁর স্বামীর নাম ভিকি জৈন। কিছু দিন আগেই নিজের কেরিয়ারে নেইয়া কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন অঙ্কিতা। জানিয়েছিলেন ‘বাজিরাও মস্তানি’র মতো ছবি ছেড়ে দিয়েছেন তিনি। এও জানিয়েছিলেন সে সময় তিনি ভেবেছিলেন সুশান্ত সিং রাজপুতকে বিয়ে করবেন। না, সেই বিয়ে আর হয়নি। মাঝখান থেকে সঞ্জয় লীলা ভন্সালীর মতো পরিচালকের ছবি মিস করে দেন অঙ্কিতা।

Next Article