Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs KKR, Highlights, IPL 2025: ম্যাচ আপডেট, রিপোর্ট, ক্যাপ্টেন রাহানে যা বললেন; সব এই লিঙ্কে

| Edited By: | Updated on: Apr 15, 2025 | 11:53 PM

Punjab Kings vs Kolkata Knight Riders, Live Score in Bengali: মুল্লানপুরে মুখোমুখি শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস ও অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স। দেখুন পঞ্জাব বনাম কলকাতা ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

PBKS vs KKR, Highlights, IPL 2025: ম্যাচ আপডেট, রিপোর্ট, ক্যাপ্টেন রাহানে যা বললেন; সব এই লিঙ্কে
মুল্লানপুরে মুখোমুখি পঞ্জাব-কলকাতাImage Credit source: TV9 Bangla Graphics

কলকাতা: মুল্লানপুরে মঙ্গল-রাতে আইপিএলের (IPL 2025) ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস (Punjab Kings) ও অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাড়তি নজর ছিল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) উপর। কারণ, গত মরসুমে তাঁর নেতৃত্বে কেকেআর (KKR) আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে ব্যাট হাতে কোনও অবদান নেই। তবে ক্যাপ্টেন্সিতে বাজিমাত শ্রেয়সের। মাত্র ১১১ রানের পুঁজি নিয়েই কেকেআরকে হারাল পঞ্জাব কিংস। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে দাপটের সঙ্গে হারিয়েছিল কেকেআর। কিন্তু এ দিন ১১২ রান তাড়ায় মাত্র ৯৫ রানে অলআউট! ম্যাচের যাবতীয় খুঁটিনাটি রইল TV9Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Apr 2025 11:47 PM (IST)

    PBKS vs KKR: ক্যাপ্টেন কী বলছেন?

    পিচ কঠিন ছিল, টার্গেট নয়। আর কী বলছেন কেকেআর ক্যাপ্টেন? বিস্তারিত পড়ুন: ‘সবই তো দেখলেন’, লজ্জার হারে যা বললেন অজিঙ্ক রাহানে…

  • 15 Apr 2025 11:01 PM (IST)

    PBKS vs KKR: ম্যাচ রিপোর্ট

    আইপিএলে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের। ২০০৯ সালে মাত্র ১১৬ রানের পুঁজি নিয়ে পঞ্জাবকে হারিয়েছিল তারা। এ বার সেই পঞ্জাবই নতুন রেকর্ড গড়ল। ম্যাচ রিপোর্ট বিস্তারিত পড়ুন: আইপিএলে ইতিহাস, ম্যাচ হারার ‘নতুন’ রেসিপি দেখাল কেকেআর!

  • 15 Apr 2025 10:40 PM (IST)

    PBKS vs KKR: সবচেয়ে কম স্কোর নিয়ে জয়

    আইপিএলে ইতিহাস। মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে জিতল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এটিই সর্বনিম্ন স্কোর নিয়ে জয়ের রেকর্ড। ইতিহাস গড়ল পঞ্জাব কিংস।

  • 15 Apr 2025 10:38 PM (IST)

    PBKS vs KKR: রাসেলের হাতে ম্যাচ

    একটা ওভার কাটাতে হত বৈভব অরোরাকে। রাসেল আগের ওভারেই চাহালের বোলিংয়ে জোড়া ছক্কা ও বাউন্ডারিতে পঞ্জাব শিবিরে আতঙ্ক ধরিয়েছিলেন। অর্শদীপ আক্রমণে আসতে বৈভবকে ওভারটা কাটিয়ে দিত হত। প্রথম পাঁচটা ডেলিভারি কাটিয়েও দেন। যদিও শেষ বলে আউট বৈভব। হয় রাসেল নয় পঞ্জাব, ম্যাচের পরিস্থিতি এখন তেমনই।

  • 15 Apr 2025 10:15 PM (IST)

    PBKS vs KKR: হ্যাটট্রিকের সামনে চাহাল!

    সাত উইকেট হারিয়ে ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কুর পর রমনদীপকে ফেরালেন চাহাল। হ্যাটট্রিকের সামনে আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। যদিও হ্য়াটট্রিক আটকে দিলেন হর্ষিত রানা।

  • 15 Apr 2025 10:13 PM (IST)

    PBKS vs KKR: ভরসা পঞ্জাব দা পুত্তর

    পরপর উইকেট। মিডল অর্ডার বিপর্যয়। পঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ভরসা এখন পঞ্জাব দা পুত্তর রমনদীপ। সঙ্গী রাসেল। স্পিনের জালে কেকেআর।

  • 15 Apr 2025 10:10 PM (IST)

    PBKS vs KKR: আইয়ারও আউট

    অজিঙ্ক রাহানের একটা ভুলেই কি পরপর উইকেট? তিনি রিভিউ নিলে নটআউট থাকতেন। উল্টোদিকে রঘুবংশীও পরামর্শ দিয়েছিলেন রিভিউ নেওয়ার। কারণ, তখনও দুটি রিভিউ পড়ে। রাহানে রিভিউ নেননি। তিনি আউট হতেই রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ারও ফিরলেন। ১১২ রান তাড়ায় হঠাৎই ব্যাকফুটে কেকেআর। সহজ ম্যাচ কঠিন হচ্ছে।

  • 15 Apr 2025 10:02 PM (IST)

    PBKS vs KKR: ক্রিজে রিঙ্কু সিং

    রাহানের পর ফিরলেন অংকৃষ রঘুবংশী। নেট রান রেট বাড়িয়ে নেওয়ার বড় সুযোগ ছিল। যদিও চাহালের লেগ স্পিন কিছুটা হলেও চাপ বাড়াচ্ছে। ক্রিজে রিঙ্কু সিং।

  • 15 Apr 2025 09:52 PM (IST)

    PBKS vs KKR: রাহানের ভুল সিদ্ধান্ত!

    চাহালের ডেলিভারির ইমপ্যাক্ট দেখে মনে হয়েছে, তা অফস্টাম্পের বাইরে হতে পারে। লেগ বিফোরে অন ফিল্ড আম্পায়ার আউট দেন। দুটো রিভিউ থাকলেও নেননি রাহানে। রিপ্লে-তে পরিষ্কার ধরা পড়ল অনুমানই সঠিক, রাহানের ভুল। ইমপ্যাক্ট অফস্টাম্পের বাইরে। রিভিউ নিলেন অন ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হতেন।

  • 15 Apr 2025 09:38 PM (IST)

    PBKS vs KKR: জেন গোল্ড ও বোল্ড

    একদিকে জেনারেশন গোল্ডের অজিঙ্ক রাহানে, উল্টোপ্রান্তে জেন বোল্ড অংকৃষ রঘুবংশী। অযথা তাড়াহুড়ো নয়। শুরুতে একটি ক্যাচের সুযোগ দিয়েছিলেন তরুণ ব্যাটার রঘুবংশী। রাহানে বোঝাতেই পরিণত মানসিকতার পরিচয় দিচ্ছেন। গ্যাপ বের করে ক্লাস শটেই স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা।

  • 15 Apr 2025 09:23 PM (IST)

    PBKS vs KKR: দুই ওপেনারই ব্যর্থ

    টার্গেট ১১২। প্রয়োজন পার্টনারশিপ। যদিও প্রথম ওভারেই সুনীল নারিনের উইকেট হারায় কেকেআর। দ্বিতীয় ওভারে জাভিয়ের বার্টলেট ফেরালেন কুইন্টনকে। রঘুবংশীর ক্যাচ মিস না হলে আরও এক ধাক্কা লাগত কেকেআর শিবিরে। সূর্যাংশ শেগড়ে বল জাজ করতে পারেননি। রাহানে শান্ত হতে বললেন রঘুবংশীকে।

  • 15 Apr 2025 09:14 PM (IST)

    PBKS vs KKR: প্রোটিয়া vs প্রোটিয়া

    কেকেআরের হয়ে ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গী কুইন্টন ডিকক। তিনি দক্ষিণ আফ্রিকার। অন্য় দিকে বোলিং ওপেন করছেন মার্কো জানসেন। তিনিও দক্ষিণ আফ্রিকার। দুই প্রোটিয়ার লড়াই। সাধারণত অর্শদীপ সিংকে বোলিং ওপেন করতে দেখা যায়। আজ মার্কোকে আক্রমণে আনলেন শ্রেয়স।

  • 15 Apr 2025 08:59 PM (IST)

    PBKS vs KKR: বিধ্বংসী বোলিং

    হর্ষিত রানার অনবদ্য স্পেল, দুই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী-সুনীল নারিনের রহস্য উদ্ধার করতে ব্যর্থ পঞ্জাব। প্রথম স্পেলে খরুচে হলেও সেকেন্ড সুযোগে দুর্দান্ত বৈভব। বোলিংয়ে দুর্দান্ত কেকেআর। তেমনই ফিল্ডিংয়ে নজর কাড়লেন পঞ্জাব দা পুত্তর রমনদীপ সিং। রাহানের ক্য়াপ্টেন্সি, মরসুমে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর পঞ্জাবের। কেকেআরের টার্গেট মাত্র ১১২।

  • 15 Apr 2025 08:51 PM (IST)

    PBKS vs KKR: শশাঙ্ক সিং

    পঞ্জাব কিংসের ভদ্রস্ত স্কোরের ভরসা ছিলেন শশাঙ্ক সিং। বৈভব অরোরা আক্রমণে এসেই লেগ বিফোর করেন। তাঁর আবেদনে সাড়া দেন অনফিল্ড আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। আর ১ উইকেটের অপেক্ষা।

  • 15 Apr 2025 08:39 PM (IST)

    PBKS vs KKR: পঞ্জাবের সেঞ্চুরি

    প্রবল চাপে কিছুটা স্বস্তি! হতে পারে। অবশেষে সেঞ্চুরি ছুঁল পঞ্জাব কিংস। কেকেআরের নজরে ২ উইকেট।

  • 15 Apr 2025 08:02 PM (IST)

    PBKS vs KKR: হর্ষিত-রমন জুটিতে লুটি

    একের পর এক উইকেট হারাচ্ছে পঞ্জাব কিংস। প্রিয়াংশ, প্রভসিমরন ও শ্রেয়স পঞ্জাবের তিন ক্রিকেটারের উইকেট নিয়েছেন হর্ষিত। তিনটি ক্যাচই নিয়েছেন রমনদীপ সিং।

  • 15 Apr 2025 07:49 PM (IST)

    PBKS vs KKR: শ্রেয়সকে প্যাভিলিয়নে পাঠালেন হর্ষিত

    এক ওভারে জোড়া উইকেট হর্ষিত রানার। প্রিয়াংশ আর্যর পর শ্রেয়স আইয়ারকে ফেরালেন নাইট তরুণ তুর্কি। ২ বল খেলে শূন্যে ফিরলেন শ্রেয়স। অনবদ্য ক্যাচ রমনদীপ সিংয়ের।

  • 15 Apr 2025 07:47 PM (IST)

    PBKS vs KKR: রানা দিলেন ব্রেক থ্রু

    কেকেআরকে ব্রেক থ্রু দিলেন হর্ষিত রানা। প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংয়ের জুটি ভাঙলেন রানা। ১২ বলে ২২ রান করে আউট প্রিয়াংশ। ক্রিজে নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার।

  • 15 Apr 2025 07:44 PM (IST)

    PBKS vs KKR: সলিড শুরু পঞ্জাবের

    প্রথম ৩ ওভারেই ঝড় তোলা শুরু করেছেন পঞ্জাব কিংসের ক্রিকেটাররা। ৩ ওভারে বিনা উইকেটে পঞ্জাব কিংস তুলেছে ৩৩ রান। তৃতীয় ওভারে এসেছে ২০ রান।

  • 15 Apr 2025 07:30 PM (IST)

    PBKS vs KKR: পঞ্জাবের ইনিংস শুরু

    পঞ্জাব কিংসের ইনিংস শুরু। ওপেনিংয়ে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। বোলিংয়ে সূচনায় বৈভব আরোরা।

  • 15 Apr 2025 07:20 PM (IST)

    PBKS vs KKR: কেমন হল দুই দলের একাদশ?

    মুল্লানপুরে আজ অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। টস ভাগ্য সঙ্গ দিল কোন ক্যাপ্টেনের? জেনে নিন কেমন হল দুই দলের একাদশ?

    পড়ুন বিস্তারিত – PBKS vs KKR Confirmed Playing XI, IPL 2025: রাহানের টিমকে বড় টার্গেট দিতে চায় শ্রেয়সের পঞ্জাব, দেখুন দুই দলের একাদশ

  • 15 Apr 2025 07:03 PM (IST)

    PBKS vs KKR: টস আপডেট

    মুল্লানপুরে টস জিতলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স।

  • 15 Apr 2025 06:25 PM (IST)

    PBKS vs KKR: নাইট ম্যাচের আগে বড় পুরস্কার শ্রেয়সের ঝুলিতে

    ২০২৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়স। এরপর আইপিএলের মেগা নিলামের আগে নাইট শিবির ছাড়েন। কেকেআরকে চ্যাম্পিয়ন বানানোর পরও কেন শাহরুখ খানের দল ছাড়লেন শ্রেয়স? তা নিয়ে আলোচনার অন্ত ছিল না। সেই সব অধ্যায় পেরিয়ে, চলতি আইপিএলে তাঁকে পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে। আজ, মঙ্গলবার মুল্লানপুরে নিজের পুরনো দল, কেকেআরের বিরুদ্ধে নামবেন শ্রেয়স। তার আগে পেলেন বড় পুরস্কার।

    পড়ুন বিস্তারিত – Shreyas Iyer: আইসিসির চোখে সেরা, KKR-এর বিরুদ্ধে নামার আগে বড় পুরস্কার শ্রেয়স আইয়ারের ঝুলিতে

  • 15 Apr 2025 06:10 PM (IST)

    PBKS vs KKR: নাইটদের দেখা কিংসদের সঙ্গে, তারপর…

    ২২ গজে নাইট আর কিংসরা একে অপরের প্রতিপক্ষ। তার বাইরে ভালো বন্ধু। সেই ছবিই ফুটে উঠেছিল দুই দলের অনুশীলনে।

  • 15 Apr 2025 05:53 PM (IST)

    PBKS vs KKR: ম্যাচের আগে নজর বুলিয়ে নিন প্রিভিউতে

    কলকাতা নাইট রাইডার্স বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। আত্মবিশ্বাসের নিরিখে এগিয়ে থাকার কথা কলকাতা নাইট রাইডার্সের। যদিও আসল খেলাটা মাঠে হবে। সেখানে কেউ এগিয়ে বা পিছিয়ে থেকে নামে না।

    পড়ুন বিস্তারিত – PBKS vs KKR Playing XI IPL 2025: চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বনাম চ্যাম্পিয়ন টিম! পঞ্জাবের ঘরের মাঠে ধুন্ধুমারের অপেক্ষা

  • 15 Apr 2025 05:34 PM (IST)

    PBKS vs KKR: মঙ্গল-রাতে মুখোমুখি পঞ্জাব-কেকেআর

    আর কিছুক্ষণ পর মুল্লানপুরে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস এবং অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স।

Published On - Apr 15,2025 5:32 PM

Follow Us: