Gold Price Hike: এই বছরেই ১ লক্ষ ৩৬ হাজার পেরিয়ে যাবে সোনার দাম, নতুন টার্গেট সেট করল বিশ্ব বিখ্যাত এই সংস্থা!
Gold Price: তেমন হলে ২০২৫ সালের শেষের দিকে সোনার দাম বাড়বে চড়চড়িয়ে। আর তাহলে ভারতে প্রতি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম পৌঁছতে পারে ১ লক্ষ ৩৬ হাজার টাকায়।

সোনার দাম ক্রমাগত নয়া রেকর্ড তৈরি করছে। আর তার মধ্যেই কয়েকদিন আগেই এক মার্কিন বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছিলেন, সোনার দাম কমবে হুড়মুড়িয়ে। কিন্তু সেই ভবিষ্যদ্বাণীকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ফের বেড়েছে সোনার দাম। আর তারপরই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থা গোল্ডম্যান স্যাকস বলেছে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর তেমন হলে ২০২৫ সালের শেষের দিকে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। আর তাহলে ভারতে প্রতি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম পৌঁছতে পারে ১ লক্ষ ৩৬ হাজার টাকায়।
আমেরিকা ও চিনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের কারণে এমন অবস্থা হতে পারে বিশ্ব বাজারের। তবে বর্তমান পরিস্থিতিতে সোনার দাম প্রতি আউন্সে ৩ হাজার ৭০০ ডলার দাঁড়াতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে গোল্ডম্যান স্যাকস। এই বছর এই নিয়ে তৃতীয়বার সোনার দামের লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিল তারা। এর আগে মার্চ মাসেই এই সংস্থা বলেছিল সোনার দাম দাঁড়াতে পারে ৩ হাজার ৩০০ টাকায়।
গত সপ্তাহে, সোনার দাম প্রথমবারের জন্য ৩ হাজার ২০০ ডলার পার করে যায়। গোটা বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনার কারণেই বাড়ছে সোনার দাম। আর এর মধ্যে দোকানের সোনা, ডিজিটাল সোনা ও সোনার ইটিএফের চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, আমেরিকার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে আগামীতে সেখানে অর্থনৈতিক মন্দা আসতে পারে। আর সেই পরিস্থিতিতে মন্দার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে তারা সোনায় বিনিয়োগ করেছে।
আমেরিকা চিনা পণ্যের উপর সব মিলিয়ে ১৪৫ শতাংশ শল্ক আরোপ করেছে। আর তার পাল্টা চিন ১২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকান পণ্যের উপর। আর এই পরিস্থিতিতে এই শুল্কযুদ্ধের প্রভাব পড়া শুরু হয়েছে আমেরিকার বাজারেও। আর এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন ব্যাঙ্ক প্রচুর পরিমাণে সোনা কিনছে।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





